কে নিবে এ দায়

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
ঘরে বাহিরে সদা দেখি
নানান কাণ্ড ঘটে,
ছোট হোক বা বড় হোক
কমবেশি তা রটে।

বিশ্বের দিকে তাকালেই
শঙ্কিত হয়ে যায়,
দুনিয়া আজ বেসামাল
কে নিবে এ দায়?

পরাশক্তির দেশগুলো
হাঁকতে থাকে সদা,
বলে এক করে আরেক
অদ্ভুত যেনো ধাঁধা।

দুর্বল লোকের গতিপথে
বলবান থেমে রয়,
ক্ষণিকের এই জগতেই
কেউ কারো নয়।

দেশ বিদেশের নানাবিধ
খবর দেখি দৈনিক,
জীবন যুদ্ধে হারিয়ে যায়
শান্তিকামী সৈনিক।

ভেজাল ছাড়া পণ্য নেই
সবখানে একি দশা,
স্বার্থের পিছনে ছুটে সব
করে না কেউ কষা।

মাঝরাতে ঘুম ভাঙতেই
প্রকম্পিত হয় দেহ,
আচমকা হারিয়ে গেলে
খোঁজবে না কেহ।

দুঃখ নিয়ে জীবন কাটে
দুঃখ যেনো সঙ্গী,
সহসা আনাগোনা করে
অদ্ভুত এক ভঙ্গি।
44 Views
1 Likes
0 Comments
3.5 Rating
Rate this: