ঈদের বার্তা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
আজি দিগন্তে খুশির আভাস,
ত্যাগের মহিমায় পূর্ণ আকাশ।

আসে ঈদুল আজহা, বার্তা নিয়ে,
আত্মার শুদ্ধি আর নবীন হয়ে।

কোরবানির ঈদ, ত্যাগের মহিমা,
সকল কলুষ মুছে দেয় কালিমা।

দুয়ারে দণ্ডায়মান অতিথি আজ,
নিয়ে এসেছে খোদার রহমতের তাজ।

গরু, ছাগল, উট, দুম্বা সারি সারি,
আল্লাহর পথে উৎসর্গ, কেনা করি।

বিলাসী জীবন করি পরিহার,
খোদার রাহে বিলিয়ে দেওয়ার অঙ্গীকার।

মসজিদে বাজে আজান মধুর,
জামাতে নামাজ পড়ে দূর-দূর।

মিলেমিশে একাকার ছোট-বড়,
ধনী-গরিব সব একাকার করো।

সেমাইয়ের ঘ্রাণে ভরে ওঠে মন,
নব পোশাকে সেজে ওঠে জন।

কোলাকুলি আর আলিঙ্গনের ছবি,
মুছে যায় সব ভেদাভেদ রবি।

ঘরে ঘরে হয় মাংসের উৎসব,
দোয়া আর জিকিরে বাজে কলরব।

গরিবের মুখে ফোটে হাসি আজ,
দানে পূর্ণ হয় খোদার রহমতের বাজ।

ঈদের দিনে ক্ষমা আর ভালোবাসা,
দূর হয়ে যায় যত নিরাশা।

ত্যাগের এই শিক্ষা হোক চিরন্তন,
সারা বছর যেন থাকে এমন মন।
57 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this: