বিচারকঃ তুমি বলছ তুমি ক্ষুধার্ত ছিলে বলে ক্যাশ ডাকাতি করেছ কিন্তু হোটেলের খাবার ডাকাতি করাটাই স্বাভাবিক ছিলো না?
ডাকাতঃ খেয়ে পয়সা না দেওয়াটা আমার কাছে অপমান জনক বলে মনে হয়েছে।
বিচারকঃ তুমি ডাকাতি করেছো সেটা অপমান জনক না আর খেয়ে টাকা না দেওয়াটা অপনজনক তোমার কাছে?
ডাকাতঃ জ্বি।। আমি ডাকাতের সর্দার বলে কথা, খেয়ে পয়সা দিবো না এমন কাজ আমি কখনও তো করতে পারি না।।
ক্ষুধার্ত ডাকাতের হোটেল ডাকাতি
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
1.73K
Views
62
Likes
3
Comments
4.2
Rating