রূপসী রাজকন্যা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
**_________________**
**_________________**
নাজিলা ; আমার যেন আর তর সয় না। আপনি কি শাড়ি এনেছিলেন আমার জন্য??😀😀
রাশেদ : এমনি একটা বেগুনি শাড়ি কেন যেন শাড়িটা দেখে মনে হয়েছিল। এ রঙটা কেবল তোমাকেই মানাবে। 🙂🙂 তাই সস্তা না দামী এসব না ভেবেই কিনে নিয়েছিলাম।

নাজিলা ; আমি দেখতে চাই শাড়িটা।
রাশেদ ; কিভাবে?? ওটাতো আম্মুর রুমে !
নাজিলা : নিয়ে আসেন।
রাশেদ ; কি বলো !🙄 এখন আম্মা ঘুমাচ্ছেন ! তাছাড়া আম্মা তো মানা করেছে।
নাজিলা ; আমি জানিনা,, আমারে এই শাড়ি চাই। আপনি নিয়ে আসেন,,, নইলে আমি যাচ্ছি।
রাশেদ ; না না! থাক,,, আমি যাচ্ছি । কি যন্ত্রনা! 😕
মায়ের রুমে এখন আমি চোরের মত যাবো !

আমি মুচকি হাসি।🤭🤭 রাশেদ শখ করে আমার জন্য শাড়ি এনেছে এটা ভেবে আমার তো খুশিতে পাগল পাগল লাগছে। আচ্ছা আমি এমন কেন করছো,,,??🙄🤔 রাশেদের সবকিছুই কেন আমাকে আনন্দিত করে এতো??

রাশেদ শাড়ির ব্যাগ নিয়ে আসে। আমি ব্যাগ খুলে দেখি,, একটা বেগুনি টাঙ্গাইল শাড়ি। বেগুনির সাথে গাঢ় সবুজ পাড় । কি যে সুন্দর শাড়ি টা🤗☺️ আমি হাত বুলাতে বুলাতে কখন যেন অজান্তেই গালে চেপে ধরি ।

হঠাৎ দেখি রাশেদ আমাকে দেখে মিটমিট করে হাসছে। আমি লজ্জা পেয়ে যাই।🤭🤭 আমি বলি,, আমি কালকেই এ শাড়ি টা পড়বো । মাকে বলে দিয়েন শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে।

রাশেদ; কি দরকার,? তোমার জন্য একটা দামী শাড়ি কালকে নিয়ে আসবো। সেটা তুমি যখন ইচ্ছা পরো। এটা পড়ার দরকার নাই।

নাজিলা; কেন,?🤔
রাশেদ ; এমনি কি দরকার,,?
নাজিলা ; না আমি এটাই পড়বো। এটা আমার খুব পছন্দ হয়েছে । বললাম তো !
রাশেদ কিছুক্ষণ চুপ থেকে শাড়িটার দিকে তাকিয়ে বলে,,,‌ আমি এই শাড়িটা খুব শখ করে তোমার জন্য এনেছি নাজিলা। আমি চাই তুমি যেদিন শুধু আমার কথা ভাববে,, আমার হতে চাইবে শুধুমাত্র সেদিন আমার জন্য এই শাড়িটা পড়বে।

আমার হৃদয়ের স্পন্দন বেড়ে যায়। একরাশ রক্তিম আভা পুরো মুখে ছড়িয়ে পড়ে। বাচ্চাদের প্রতিটা কথা কানে বাজতে থাকে।
অজানা এক ভালোলাগায় ভাসতে থাকি আমি। "যেদিন আমার হতে চাইবে" উফ !!🤭☺️
এত লজ্জা তেও কেন এত ভালো লাগছে। নিজের লজ্জা রাঙ্গা মুখ আড়াল করতে শাড়িটা বুকে জড়িয়ে পাশ ফিরে শুয়ে পড়ি।

কিন্তু আমার হৃদয় স্পন্দের ড্রিম ড্রিম শব্দ যেন আজ আমাকে ঘুমোতে দিবে না।
সকালে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ি। রাশেদ গোসল শেষে কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আজ সে ব্যবসার কাজে ঢাকায় যাবে তাই তাড়াতাড়ি তৈরি হচ্ছে।

হঠাৎ একেবারে সিনেমার মতো ঘটনা ঘটে গেল। রাশেদ আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছিল। আর আমি ওর পাশ দিয়ে যেতে হঠাৎ হোঁচট খেয়ে পড়তে নিলাম,,, ওমনি রাশেদ আমাকে ধরে ফেলো।
যেনোতেনো ধরা না একেবারে.......☺️🤭🤭



চলবে,,,,,,,,,
142 Views
4 Likes
1 Comments
0.0 Rating
Rate this: