দূর থেকেই সকল কিছু সুন্দর!

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
দূর থেকেই সুন্দর

দূর থেকেই সকল কিছু বড়ো মধুর লাগে,
আকাশটাও যেন নীল, মেঘেরা বড়ো কাব্যিক ফাগে।
ছবির মতন শহর, আলোয় মোড়ানো রাত,
প্রতিটা মুখ হাসে সেখানে, নেই কোনো ব্যথার কথা।

দূর থেকে ভালোবাসা — স্বপ্নে বাঁধা ঘর,
যেন চিরদিন থাকবে পাশে, হবে না কখনো ভর।
চোখের জলে ভেজেনি এখনো সেই পরিচয়ের পথ,
তাই তো মায়াবী লাগে, মনে পড়ে প্রতি ক্ষণ।

কাছে এলে ঝরে যায় নকল সৌন্দর্যের চাদর,
হৃদয়ের গভীরে লুকানো ক্লান্তির ঘরবসতি পড়ে।
চোখে চোখ রাখলেই বোঝা যায় —
সেই হাসির পেছনেও কান্না লুকানো রয়।

তবু দূরত্বের এই মায়া যেন বড়ো প্রিয়,
স্মৃতির পটে আঁকা এক অলিখিত চিরকবিতার ছায়া।
তাই বলি — দূর থেকেই থাকো, সেই রহস্যময় রঙে,
তোমায় হারালে, হারাবে আমার কল্পনার
82 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this: