একটি অপূর্ণ ভালবাসা ( সমাপ্ত)

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
এদিকে চেয়েও একজন ফেসবুক থেকে শরিফের ছবি হাজবেন্ডকে দিয়ে দেয় এবং বলে যে তার সাথে তার সম্পর্ক ছিল।
তারপর গোলাপ তার স্বামী কে সবটা বলে শরিফের ব্যাপারে...
তার স্বামীও সবটা বুঝতে পারে গোলাপের কোন দোষ নেই ...

গোলাপ স্বামী গোলাপ কে শরিফের সাথে কথা বলতে মানা করে...


গোলাপ ও কথা বলে না...
মাঝে মধ্যে শরিফের কথা ভাবে শরীর খারাপ কিনা খোঁজ নিতে মন চায় কিন্তু গোলাপের বুকের মধ্যে আকাশ সমান কষ্ট অনুভব হয়।

কিছু দিন পর
সে তার স্বামীর অনুমতি নিয়ে কথা বলে...


মাঝে মধ্যে তাদের কথা হয় শুধু শরীফ সুস্থ আছে কিনা এতটুকুই...
তার স্বামী ও জানে তার বউ শুধু খোঁজ টুকুই নেই তাদের মধ্যে এখন তো আর কিছুই নেই।


গোলাপ অনেক সুখেই আছেই কিন্তু শরিফ খুব অসুস্থ থাকে গোলাপ কে ও মিস্ করে তার ভূল গুলো বুঝতে পেরেছে, আর গোলাপ তো তার পাশে নেই এই আপসোস টা তাড়া করে বেরায় দুজনের মাঝেই ।

গোলাপের কাছে..
পুরোনো গিফট গুলো ঘরের এককোনে অযত্নে পড়ে আছে তার পাশে সেই মানুষ টা নেই যাকে তার খুব প্রয়োজন ছিল।
সেই চিঠি গুলোর বাক্সের এক কোণে পরে আছে..
হয়তো ধুলোবালিতে ভরা।

সময় সব কিছু বুঝতে শেখায় গোলাপ আজ অনেক সুখী কিন্তু তার প্রিয় মানুষ টা কে না পাওয়ার বেদনা তাকে কুড়ে খায়...
হ্যাঁ মাঝেমধ্যে চিনচিন করে ব্যথা অনুভব হয় বুকের মাঝে, সব রয়ই গেল গোলাপের শুধু সেই মানুষটাই তার হলো না।

লাষ্ট টাইম তাদের যখন কথা হয় সে শুনতে পায় শরিফ অনেক অসুস্থ ।
হয়তো এভাবে অসুস্থ হয়েই কোন একদিন হারিয়ে যাবে অতলে নিভে যাবে সেই আলো।

গোলাপ আর শরিফের ভালবাসাটা পূর্ণতা পায়নি। গোলাপ হয়ে গেছে অন্য কারো।
এখন সে চাইলেও তার সাথে হাত ধরে হাটা সম্ভব হবে না,
এই স্বপ্নটা তো শরীফ তাকে দেখিয়েছিল..
অতচ সবই আজ অতীত।

হাতে হাত রেখে হাঁটা হয়নি, হয়নি বৃষ্টি তে ভেজা,হয়নি একসাথে চায়ের দোকানে বসে চা খাওয়া, হয়নি এক বালিশ ঘুমানো, হয়নি আর রাত জেগে কথা, হয়নি পাওয়া... ...

তারা কোনদিনও আর পূর্ণতা পাবে না তাদের ভালবাসাটা অপূর্নই রয়ে গেল,সকল কিছু পেয়েও গোলাপ শরিফ কে পায় নি, আর শরিফ ও গোলাপ কে পেল না...

ভাগ্য তাদের এক করতে পারল না, কতো ভালবাসা পূর্ণটা পেল, শুধু তাদের রয়ে গেল আকাশ সমান অপূর্ণতা।

এভাবেই তাদের ভালোবাসটি অপূর্ণ রয়ে গেল।

সমাপ্ত

নোট : গল্পটি সত্য ঘটনা অবলম্বনে তৈরী
সকলকে পাশে থাকান জন্য ধন্যবাদ....
116 Views
1 Likes
0 Comments
0.0 Rating
Rate this: