বন্ধন

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
ঝঞ্ঝাবিক্ষুব্ধ পথে হাত ধরাধরি চলা,
কালের কঠোর পরীক্ষায় অকুণ্ঠ শব্দমালা,
এক অনির্বাণ দীপ্তির নাম আমাদের প্রেম —
নিরেট, নির্ভেজাল, মোলায়েম।

ঋতুচক্রের নিষ্ঠুর ঘূর্ণিপাকে
যখন শিউলি ঝরে, কৃষ্ণচূড়া ম্লান হয়,
তখনও এই হৃদয়ে জেগে থাকে
অম্লান বসন্তের সূর্যোদয়।

জীবনের কর্কশ যাত্রায় ,
প্রতিটি ক্ষতই যেন সোনালি সূত্রে বোনা,
প্রতিটি বিদায়ের গ্লানিতে জন্মায়,
মিলনের নতুন সম্ভাবনা।
হৃদ-সমুদ্রে যখন বিশ্বাসের সেতু টলমলায়,
জেগে ওঠে নতুন প্রেরণা—
নিঃশব্দ চোখের কথায়, ভালোবাসায়,
যেখানে প্রতারণা বলে কিছু থাকেনা।

ভবিষ্যৎ? সে তো আমাদেরই অপেক্ষায়!
সময়ের গর্ভে লালিত প্রতিটি অনিশ্চয়তা আজ দ্যুতি ছড়ায়।
অন্যদের ভালোবাসা হয়তো ভোরের শিশির,
আমরা তো চিনি নক্ষত্রলোকের অমোঘ বন্ধন —
যার দ্বারা দূরীভূত হয় তিমির,
বিপর্যয়ে সৃষ্টি করে মহাকালের সুরক্ষাবর্ম।
পুড়ে ছারখার হয় সকল অধর্ম।
এর ধ্রুব সত্যতায় মিশে আছে
আমাদের সমস্ত অশ্রু, হাসি, বিদ্রোহ,
ভরসা, সুচেতনা, অনুগ্রহ
ও উভয়ের অক্ষয় প্রেম-রসায়ন,
যা অমর, অপ্রতিরোধ্য, চিরন্তন!
43 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this: