কেহ ঢালিছে গিরিশিরে জলধারা ঝরঝর—
নিরিবিলি, কল্লোল কলকল!
সে তো ছুটিছে অরণ্যে উচ্ছ্বাসে দুরদুর,
ঝিলিমিলি, ধারার নূপুর
বাজিছে ছলছল!
ওই শৈল-কন্যা নাচিছে আঁচল টানিয়া,
ঝঞ্ঝার নাচনে তাহার কেশাগ্র গিয়াছে ভিজিয়া!
মেঘের ঢাকঢোলে গগন গরজে মরিয়া,
"জল লহ হস্ত দু'খান প্রসারিয়া!"
ঝঞ্ঝট-তাণ্ডবে কাঁপিছে তৃণদল থরথর—
ভুলিয়াছে পথ, ছুটিছে এলোমেলো!
বহে সে কাকন বাজাইয়া জলে,
বনবীথি তলে
লুটায়ে মিলায়ে যায়,
লতিকার ঘোমটা টুটিয়া হাসে আলো-ছায়!
কোন্ সে ভাঙন-খেলায় মাতিয়াছে স্রোত খরতর—
হাসিয়া খলখল!
সন্ধ্যায় সে কী শান্ত, নাহি একরত্তি গরিমা!
কূলে কূলে
জোনাকির দীপমালা জ্বলে,
অন্তরীক্ষে চুম্বন খায় রূপালি চন্দ্রমা!
নীরবে ভাসিয়া যায় স্বপ্ন সাদা-কালো!
পারাবার পানে লয়ে যত স্মৃতি-ভার!
শেষে সাগর-সঙ্গমে মিলায় সকল কলরব—
গম্ভীর গর্জনে লীন হয় তাহার অহংকার!
নব যৌবন-জোয়ারের হয় উদ্ভব
দিগন্ত বিস্তৃত সমুদ্রে টলটল!
স্রোতস্বিনী
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
44
Views
0
Likes
0
Comments
0.0
Rating