রাস্তার হক

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
জাহিলি যুগের কথা,
রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিগন কে বললেন, তোমরা রাস্তার উপর বসা থেকে নিজেদের কে বিরত রাখ,সাহাবিগন তখন বললেন, আমাদের তো রাস্তার উপর বসা ছাড়া কোনো উপায় নেই, যেখানে বসে আমরা আলাপ আলোচনা করবো।

রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাবে বললেন, যদি রাস্তার উপর বসা ছাড়া তোমাদের কোনো উপায় না থাকে ; তবে রাস্তার হক আদায় করবে। সাহাবিগন তখন আরয করলেন, হে আল্লাহ তাআলার রাসুল! রাস্তার হক কি? উত্তরে তিনি বললেন, রাস্তার হক হলো -
(১) চক্ষু অবনমিত রাখা।
(২) অপরের বোঝা বহন করা।
(৩) সালামের উত্তর দেওয়া।
(৪) সৎ কাজের আদেশ করা এবং
(৫) মন্দ কাজ হতে নিষেধ করা।
( বুখারি ও মুসলিম)
379 Views
14 Likes
2 Comments
3.5 Rating
Rate this: