হৃদয়হীনা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:




হৃদয়হীনা

তুমি এসেছিলে একদিন, হঠাৎ যেন স্বপ্ন হয়ে,
নিভৃতে বলেছিলে কথা, মন ভেসেছিলো স্রোতে।
চোখে ছিলো নরম চাহনি, ঠোঁটে লুকানো হাসি,
আমি ভাবিনি একটিবারও—সে হাসি এত ফাঁসি।

তুমি বলেছিলে “ভালোবাসি”, আমিও গেছি ভুলে,
মনটা দিলাম উজাড় করে, সর্বস্ব রেখেছি তুলে।
কিন্তু তুমি? ঠান্ডা পাথর, নীরব হৃদয়হীনা,
ভালোবাসা বুঝোনি তুমি, ছিলে কেবল গোপন বীণা।

চললে যখন অচেনা পথে, পিছন ফিরে দেখনি,
আমার চোখের নোনাজলটাও পাতায় গিয়ে রেখনি।
তুমি সুখ খুঁজে চাও ধন, আমি খুঁজি মন,
তাই তো তুমি ব্যস্ত ছিলে, আমি নিঃস্ব জন।

আজও রাতের একাকিতে, তোমার কথাই ভাবি,
কেন এমন মানুষ ভালোবেসে হারালাম সবকিছু আমি?
তুমি সুখে থেকো হৃদয়হীনা, ব্যথা দিও না আর,
ভালোবাসা যদি ছলনা হয়, এ মন রাখবে হুশিয়ার।


92 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this: