তার মুখে কোন কিছু স্বাদ লাগলো না।
পরের দিন....
রোজা ঘুম থেকে উঠে খুব দুর্বলতা অনুভব করছিল। ফল মূল কিনে এনে ছিল আবিদ এগুলোই খাচ্ছিল একটু করে ।
কয়েকদিন পর রোজা সুস্থতা অনুভব করে।
দেখতে দেখতে রোজার আম্মু আর তার বোনের ও যাওয়ার সময় হয়ে যায়।
রোজার আম্মু ও বোন চলে গেলে...
রোজার মনটা কিছুটা বিষন্ন হয়ে পড়ে...
সন্ধা ৭:৩০ টা...
রাতে রোজার খুব মন খারাপ ছিল, চাদর মুড়ি দিয়ে জানালা খুলে রেখে মন খারাপ করে শুয়েছিল।
আবিদ ঘরে প্রবেশ করে রোজাকে চাদরের নিচে শুয়ে থাকতে দেখে..
আবিদ বলে উঠে.... রোজা..... ঐ রোজা,
রোজা তার ডাকে সাড়া দিয়ে চাদর থেকে মুখটা তোলে...
রোজার মুখটা দেখে আবিদের মনটা খারাপ হয়ে যায়...
আবিদ :তোমার কি মন খারাপ...
রোজা : আবিদ কে দেখে জড়িয়ে ধরে কান্না করে রোজা: মায়ের কথা খুব মনে পড়ছে, পুষ্প তো থেকে গেলেই পারতো বলো।
আবিদ : রোজাকে এভাবে জড়িয়ে ধরতে দেখে আবিদ মুচকি হাসে...
মনে মনে বলে মেয়েটি আসলেই পাগল...
যখন ওর মা বাড়িতে নিতে চেয়েছিল তখন যেতে চাইনি এখন আবার কান্না করছে..
তুমিও তো পুষ্পর কাছে যেতে পারতে তাই না এখন মন খারাপ করো না।
রোজা : তখন আমার যেতে মন চাচ্ছিল না কিন্তু এখন আমার পুষ্পের জন্য মন কেমন করছে...
আবিদকে চেপে ধরে রোজা ছোট বাচ্চার মতো কথা বলেই চলেছে....
আবিদও রোজাকে চেপে ধরেছে আবিদ রোজার বুকের কম্পন অনুভব করতে পারছে...
চারিদিকে ঘন অন্ধকার যেন ঘনিয়ে আসছে,আশেপাশে কোলাহল নেই তো গাড়ির হর্নের শব্দ চেয়ে আছে।
রোজার মুখ উপর করে আর একটি কথা বলতে যাবে ওই মুহূর্তে আবিদ রোজার ঠোঁটে মুখ রাখে ...
রোজার শরীরে কম্পন শুরু হয় আবিদ তার হাত দিয়ে রোজার চোখের পানি মুছে দেয়, রোজা একটু নড়তে যাবে এই মুহূর্তে আবিদ রোজাকে কিস্ করতে থাকে কিছু সময় পর রোজা আবিদ ঠেলে সরিয়ে দিয়ে রোজা রুম দরজা খুলে দৌঁড়ে চলে যায় ,
রোজা রুম ত্যাগ করলে আবিদ পাশে রাখে টেবিল থেকে পানি নিয়ে ডক ডক করে গিলে ফেলে....
আবিদ রোজার কথা ভেবে বার বার ব্লাস করতে থাকে..
এদিকে রোজার দৌঁড়ে যেতে গিয়ে ইজনিয়ার সাথে ধাক্কা লাগে....
ভাবি কি হয়েছে এভাবে দৌঁড়ে আসছো যে...
রোজার মুখ থেকে কোন কথা বের হয় না..
ভূত দেখছো নাকি..
ইজনিয়া : মা, মা ভাইয়া... ভাবি কি যেন দেখে ভয় পেয়েছে
রোজা: আপুুুুু... পুু....
ইজনিয়া :কি হয়েছে ভাবি
রোজা কিছু বলার আগেই আবিদের আম্মু এসে পড়ে, আবিদও ডাক শুনে এসে পড়ে...
কি হয়েছে বৌ মা কি দেখে ভয় পেয়েছো...
রোজা কিছু বলতে যাবে তার আগেই আবিদ বলে উঠে মা তোমার বৌ মা তেলাপোকা দেখে ভয় পেয়েছে...
রোজা লজ্জায় আবিদের দিকে তাকাই না।
রোজা কে ইজনিয়া বলে তেলাপোকা দেখে ভয়ের কিছু নেই ভাবি আমাকে ডাকবে আমি মেরে দিব...
রোজা বলে বড় তেলোপোকা তুমি মারতে পারবে না আপু.. রাগান্বিত হয়ে...
আবিদ রুমে চলে গেল কিছু না বলে...
রোজাকে নিয়ে ইজনিয়া রুমে নিয়ে যায়...
ইজনিয়া ভাবি তুমি কি তেলাপোকা দেখে খুব বেশি ভয় পেয়েছো...
আপু আসলে ...
রোজা আর কিছু বলতেই পারছে না...
ইজনিয়া বললো ঠিক আছে ভাবি তুমি না হয় বিশ্রাম নাও একটু...
রোজা ঠিক আছে ..
এদিকে আবিদ রুমে বসে ল্যাপটপ নিয়ে অফিসের কিছু ডকুমেন্টস চিক করছিল...
আবিদের আম্মু ইজনিয়ার রুমে প্রবেশ করে ...
রোজাকে বলে বৌ মা আবিদ তোমার সাথে কি এখন ভালো ব্যবহার করে তোমাদের মধ্যে কি সব কিছু ঠিক আছে ...
রোজা : জী আম্মু ...
আচ্ছা কোন সমস্যা হলে আমাকে জানিও...
তোমাকে আর ইজনিয়া কে আমি কখনও অন্য চোখে দেখি না নিজের মেয়ে থেকে তুমি কোন অংশে কম নও।
রোজা বলল... আম্মু কোন সমস্যা হলে আমি আপনাকে জানাবো
আম্মু আমি কলেজের এডমিশন এখানে না নিয়ে যদি আমার দেশের বাড়ির কোন একটি ভর্তি হতে চায় তাহলে কি উনি রাগ করবেন...
মুনিরা শেখ: এ ব্যাপারে আবিদের সাথে তুমি আলোচনা করো।
রোজা ঠিক আছে আম্মু..
আচ্ছা আমি ডিনার বাড়ছি তোমরা নিচে আসো...
যাওয়ার সময় আবিদ কে ও ওর আম্মু ডাকল...
খাবার টেবিলে ইজনিয়া আর রোজা বসে আছে আবিদের বাবা আগেই ডিনার শেষ করে রুমে চলে গিয়েছে...
আবিদ কিছু সময় পর আসল রোজা আর আবিদের দিকে লজ্জাই তাকালো না এদিকে আবিদ রোজার দিকে বার বার তাকাছে, রোজা বুঝতে পারছে আবিদ তার দিকে তাকাছে রোজা একবার আবিদের দিকে তাকাতে গিয়ে দেখে আবিদ তার দিকেই তাকিয়ে আছে...
দুজনের চোখে চোখ পরাতে দুজনেই চোখ সরিয়ে নিল...
আবিদ এমন ভান করছে যেন রোজার দিকে তাকাই নি।
রোজা মনে মনে বলছে উনি এতো অসভ্য কেন...
উনার সাথে আর কথাই বলবো না...
খাওয়া শেষ করে আবিদ আগে রুমে চলে গেলে...
রোজার তো মনই চাচ্ছে না সে রুমে যাবে ভাবছে কি করা যায়....
ইজনিয়া রুমে গিয়ে রুম লক করে ফেলেছে রোজা বুঝতে পারছে না সে কি করবে...
এভাবে দাঁড়িয়ে আছে দেখে মুনিরা শেখ বলল...
রোজা তোমার কি কিছু লাগবে...
রোজা : না মানে...
মুনিরা: কি হয়েছে ভয় পাচ্ছো মনে হচ্ছে ...
রোজা: বুঝলো কিভাবে যে আমি ভয় পাচ্ছি ..
মুনিরা : তেলাপোকা দেখা টা স্বাভাবিক ভয়ের কিছু নেই আবিদ কে বলো কোন সমস্যা হলে আর না হলে আমাকে বলবে....
রোজা :জী আম্মু ...
মুনিরা শেখ তাহলে রুমে যাও আমিও ঘুমাবো...
রোজার তো রুমে যেতেই ইচ্ছা হচ্ছে না...
নোট :গল্পটি ভালো লাগলে লাইক দিয়েন একটি কমেন্ট করবেন ধন্যবাদ।
বলো ভালবাসি
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
178
Views
3
Likes
4
Comments
4.0
Rating