রমজান রিওয়াইন্ড

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
আযানধ্বনিতে মসজিদের মাইক যখন গমগম করে উঠলো, আমার বুকের ভেতরটা ছেলেবেলার সেই চেনা আনন্দে নেচে উঠলো। রমজান মাসের আগমন মানেই এক অন্যরকম অনুভূতি – দিনের বেলায় সংযমের সাধনা, আর রাতের বেলায় তারাবির শান্তিময় ইবাদত।

তবে আমার ছেলেবেলার তারাবিহগুলো শুধু ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; তাতে মিশে ছিল বন্ধুদের সাথে খুনসুটি, দুষ্টুমি আর অফুরন্ত হাসি।

দরজার বাইরে পরিচিত কোলাহল শুনে বুঝলাম, আমার সেই প্রাণের বন্ধু রাহাত্তার দলবল এসে জুটেছে। রাহাত্তার সাথে কালু, বাদল আর মিন্টু – এই চারজনের দলটা ছোটবেলা থেকেই আমার ছায়াসঙ্গী।রমজান মাস এলেই আমাদের উৎসাহ যেন দ্বিগুণ হয়ে যেত।

"কিরে হাবিবুল্লাহ! এখনো দাঁড়িয়ে আছিস?
আজান তো সেই কখন থেকে হচ্ছে!" – রাহাত্তার গমগমে গলা ভেসে এলো।

আমি তাড়াতাড়ি দরজা খুলে বাইরে এলাম। রাহাত্তার চোখেমুখে সেই চেনা দুষ্টুমির ঝিলিক। কালু মুচকি হাসছে, বাদল একটা ভেংচি কাটলো, আর মিন্টু হাঁ করে আকাশের দিকে তাকিয়ে কী যেন ভাবছে।

আমি বললাম, "তোরা এতক্ষণে? আজান তো মনে হয় পাঁচ মিনিট আগেই শুরু হয়েছে।"

রাহা আমার হাত ধরে টানতে টানতে বললো, "আরে রাখ তোর আজানের টাইম! চল চল, মসজিদে চল। আজকে প্রথম তারাবিহ, বুঝলি তো? স্পেশাল ব্যাপার!"
114 Views
1 Likes
0 Comments
5.0 Rating
Rate this: