পুরোনো বাড়ীর আর্তনাদ

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
গ্রামের প্রান্তে,ঘন জঙ্গলের ধারে দাড়িয়ে ছিলো,এক পরিত্যক্ত বাড়ী।বহু বছর ধরে সেখানে কেউ যেতো না, স্থানীয়রা বলতে সন্ধ্যার পর সেখান থেকে ভেসে আসে অনেক কান্নার আওয়াজ। মনে হতো কেউ যন্ত্রণায় ছটফট করছে, সাহস করে কেউ কাছে যায়নি,রক্ত হিম হয়ে যেতো।

একদিন কয়েকজন তরুণ এডভেঞ্চারের জন্য বাড়ীটি ঘুরে দেখার সিদ্ধান্ত নিলো,
চারদিকে জোৎস্বায় ভেসে যাচ্ছে, কিন্তু বাড়ীটির চার পাশে অন্ধকার যেনো আমাবস্যাকেউ হার মানায়। ভাঙা গেট পেরিয়ে যখন তারা ভিতরে প্রবেশ করলো তখন এক হিমেল হাওয়া শরীরে ছুঁয়ে যায়।


ভেতরের পরিবেশ আরো ভয়াবহ, ধুলোয় ঢাকা আসবাবপত্র, মাকড়শার জাল, আর স্যাতস্যাতে গন্ধ, তারা টর্চলাইটের আলোয় চারপাশে দেখতে লাগলো,
দোতলার দিক থেকে মৃদু শব্দ ভেসে এলো-,মনে হলো কেউ যেনো হেটে বেড়াচ্ছে, তাদের বুকে ধুকপুকানি বেড়ে গেলো।

ধীরে ধীরে তারা সিড়ি বেয়ে উপরে উঠে গেলো, প্রতিটি পদক্ষেপেই পুরোনো স্যাতস্যাতে কাঠটা ক্যাচক্যাচ করে উঠছে, দোতলার লম্বা করিডরে আবছা অন্ধকার। একটা হালকা ভেজানো দরজার কাছে এসে তারা দাড়ালো।


তাদের মধ্যে সব থেকে সাহসী চেলে দরজাটা খুললো,ভেতরের অবস্থা দেখে তাদের মুখ রক্ত শূন্য হয়ে সাদা হয়ে গেলো, তারা দেখলো একটা লোক কালো আলখেল্লা পড়ে মাথা ঢেকে একটা চেয়ারে বস ছিলো।নিস্তব্ধতা ভেঙে সে তাদের দিকে ঘুরে তাকালো,।


তাদের চিৎকার করার মতো অবস্থা ছিলো না, তারা আবছা আলোয় দেখলো লোকটার মুখে অন্ধকার,গভীর অন্ধকার এক গর্ত, সেই গর্ত থেকে ভেসে এলো চাপা কান্নার আর্তনাদ,- এটা সেই আর্তনাদ যা গ্রাম বাসিরা শুনতে পারতো।


ভয়ে তারা পালাতে চেষ্টা করছিলো,কিন্তু পারছিলো না,মনে হচ্ছে তাদের পা আটকে গিয়েছে, তাও সমস্ত শক্তি এক করে দৌড় দিতে লাগলো,কিন্তু মনে হচ্ছে কোনো কীছু তাদের আটকে রেখেছে, করিরডরকে অনেক দূরে মনে হতে লাগলো, করিডরে পৌছাতেই পারছে না তারা।হঠাৎ ঠান্ডা একটা হাত পরলো তাদের কাঁধের উপর।



এরপর আর কীছু মনে নেই, সকাল বেলা গ্রামবাসিরা সেই বাড়ীর বাহিরে অচেতন হিসেবে দেখলো তাদের মুখে দেখলো তাদের মুখে দেকলো অস্থিরতা আর চোখে ক্লাম্তের আর মৃত্যুর ভয়।


সেই বাড়ী থেকে ভেসে সেই আর্তনাদের শব্দ যা প্রতিরাতে রুপান্তরিত হয়, তাদের কেউ স্বাভাবিক জীবনে ফিরে যেতে দেয় না। শোনা যায় আজও সেই বাড়ীর শব্দটা সুবনে যায়।আজও সেই আত্মটা কারো জন অপেক্ষা করছে,, হয়তো নতুন কারো খোঁজে।

70 Views
1 Likes
1 Comments
4.0 Rating
Rate this: