মানুষরূপে ঘুরে বেড়ায়, দানব ভীষণ কালো,
তারই হাতে নিভে যায় শিশুর সোনার আলো।
আট বসন্ত—কচি কুঁড়ি, রঙিন স্বপ্ন বুনে,
পিশাচ এল, ছিঁড়ে খেলো, মাটির দেহ গুণে।
চাঁদের চোখে জল নেমেছে, নক্ষত্র গেছে ঝরে,
রক্তমাখা রাতের বাতাস কাঁপে শোকের ভরে।
ফুলের গায়ে অশ্রু ঝরে, পথের ধুলো কাঁদে,
পাষাণ এই সমাজ শুধু নীরব থেকে বাঁধে।
ভোরের কোকিল গান ভোলে আজ, আঁধার ছুঁয়ে রয়,
ন্যায় কি তবে নিদ্রায় মগ্ন? ধ্বংস নাকি জয়?
অবিচারের রাজপথে কি জ্বলবে না দীপ?
নিষ্ঠুরতার ঘোর চক্রে মরবে কতই নীপ?
উঠুক জেগে বজ্রকণ্ঠ, পাপের শেকল ভাঙো!
শিশুর চোখের হারানো আলো ফেরানোর শপথ নাও!
অমানুষের নৃত্য
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
69
Views
0
Likes
0
Comments
0.0
Rating