একটি অপূর্ণ ভালবাসা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
তারপর দুইদিন যাবত নেটে আর আসে নি...
গোলাপ অনেক চিন্তিত হয়ে পড়ে ।

কয়েকদিন পর শরিফ জানায় তার অপারেশন সঠিক ভাবেই সফল হয়েছে গোলাপের চিন্তা দূর হয়।

গোলাপ শরিফ কে এখনো অনেকটাই ভালোবাসে,

কিছুদিনের মধ্যে শরিফ সুস্থ হয়ে যায় । কিন্তু তার মাথার দাগ গুলো রয়েই যায়। গোলাপ তার মতো জীবন কাটাই শরীফ গোলাপের সাথে কথা বলত শুধু অসুস্থতা নিয়ে কিন্তু গোলাপ শরিফ কে বিয়ের বিষয় বলতে চেয়েও বলতে পারে না।

গোলাপের অনেকগুলো ভালো সম্বন্ধে আসে গোলাপ না করে কিন্তু গোলাপের মা আর চায়না সে শরিফের প্রতি আবারও কোন ভালবাসায় জোরাক একটি ছেলে গোলাপ কে দেখতে চায় গোলাপ রাজি হয় না কিন্তু তার মা তাকে জোর করায় সে ছেলেটিকে দেখে...

ছেলেটি মেয়েটির সাথে কথা বলে গোলাপের খুব একটা পছন্দ হয় না কিন্তু গোলাপ এইটা নাও করতে পারে না গোলাপের মামি সমন্ধ টা নিয়ে এসেছিল না করলে অনেক সমস্যা হতো তার মায়ের। মাকে কথা শোনা লাগবে বলে গোলাপ চুপ ছিল... দেখা শেষে ছেলেটি চলে যায়।

গোলাপ কে জিজ্ঞেস করা হয় গোলাপ বলে মোটামুটি ভালো। গোলাপ কোন ছেলেকেই মোটামুটি বলে নি কিন্তু ঐ ছেলে কে বলেছে তাই গোলাপের পরিবার ভাবে গোলাপের পছন্দ হয়েছে ছেলেটি ভালো জব করে....

গোলাপ ঐ দিন রাতে শরিফ কে বলে তুমি আমায় বিয়ে করবে কিন্তু শরিফ তার উত্তর দেয় এখন বাড়িতে বলা সম্ভব নয়...
শরিফ কখনো গোলাপের কথা বাড়িতে বলতেই পারি নি।।

গোলাপ মনটা খারাপ করে শুয়ে পড়ে গোলাপ জানতো তাদের মধ্যে এখন তো আর আগের মতো রিলেশন নেই তারপর সে অসুস্থ । সারারাত গোলাপের ঘুম হচ্ছিল না একটু চোখ বুঝে আসলেই খারাপ স্বপ্ন দেখে এভাবেই রাত পার হয় সকালে উঠেই দেখে তাকে দেখতে আসছে সেই ছেলের বাবা গোলাপ বাধ্য হয়ে সামনে যায়।

ছেলের বাবা তাকে পছন্দ করে ওই দিনই বিয়ের সব কিছু ঠিক করা হয় সন্ধরাতে বিয়ে হবে কাবিনের টাকা দেনা পাওনা সব ঠিক ঠাক করে গোলাপের মত জানতে চায় কিন্তু গোলাপ সবার কথা ভেবে তার মায়ের কথা ভেবে বাধ্য হয়ে বিয়েতে রাজি হয় ।

বিয়েতে রাজি হয়েও গোলাপ অনেক কান্না করে বিয়ের সব আয়োজন চলছিল...
গোলাপ শরিফ করে বলে লাস্ট বারের মতো এস, এম, এস করে তুমি কি আমার কথা তোমার বাড়িতে জানাতে পারবে না?
শরিফ না বলে।

গোলাপ আবারও বলে আমার যদি বিয়ে হয়ে যায়।
শরিফ বলে হলে হোক বিয়ে করে নাও...

গোলাপ কান্না করে কিছু আর বলে না ওই দিন গোলাপের বিয়ে হয়ে যায় কিন্তু গোলাপের মন খারাপ থাকে কবুল বলার সময় শরিফের কথা মনে হয়।
তবুই গোলাপের কিছুই করার ছিল না।

গোলাপের যার সাথে বিয়ে হয় সে গোলাপের থেকে অনেকটা বড় ছিল কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। তারপরও গোলাপ মেনে নিতে পারছিল না। তবুই তার তো কিছুই করার ছিল না...



গোলাপের বর গোলাপকে বুঝে গোলাপের সাথে ফ্রি হওয়ার চেষ্টা করে...
গোলাপ বলে আমাকে কিছুটা সময় দিন গোলাপের বর ও বোঝা এখন গোলাপ এসব এর জন্য হয় তো রেডি না। তাই সে ও গোলাপকে সময় দেয়...

গোলাপ কি পারবে তার হাজবেন্ডকে মেনে নিতে?????


গল্পটি ভালো লাগলে অব্যশই জানাবেন ধন্যবাদ।



140 Views
2 Likes
0 Comments
3.5 Rating
Rate this: