তুমি হীন

রাহুল
রাহুল
লেখক

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
তুমি হীন, সিজন ২ পার্ট ৪

নিলয়ের বুকের ভেতর ধকধক করছে। বাইরে তখন গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, কিন্তু সেই নীরবতার মাঝেই ভেসে এলো এক মধুর কান্নার আওয়াজ। মুহূর্তেই নিলয়ের দুশ্চিন্তা আরও বেড়ে গেল।

সে ছুটে গেল অপারেশন থিয়েটারের ভেতরে। লাকি বিছানায় শুয়ে আছে, ক্লান্ত, চোখেমুখে অবসাদ, কিন্তু ঠোঁটের কোণে এক অনির্বচনীয় শান্তির ছোঁয়া। আর তার পাশেই ছোট্ট এক প্রাণ, নরম তুলতুলে শরীর, পুঁচকে হাতদুটো নড়ছে আস্তে আস্তে।

নিলয়ের চোখে পানি এসে গেল। এই সেই মুহূর্ত, যার জন্য সে কতদিন অপেক্ষা করেছে! সে ধীরে ধীরে লাকির পাশে বসল, আলতো করে ওর কপালে চুমু দিলো।

— "কেমন আছো?"

লাকি ক্লান্ত স্বরে হাসলো, "আমি ভালো আছি। ওকে দেখেছো? আমাদের ছোট্ট রাজকুমার !"

নিলয় শিশুটির দিকে তাকিয়ে রইল। এত ছোট, এত নিরীহ, কী অসাধারণ রব এর সৃষ্টি!

ওরা দুজনই একসঙ্গে মাথা ঝুঁকিয়ে দেখল ছোট্ট অতিথিকে। বাইরে তখন ভোরের আলো ফুটছে। যেন নতুন দিনের শুরু, নতুন জীবনের গল্প।

নিলয় আলতো করে ছোট্ট হাতটা ধরলো, মনে হলো পৃথিবীর সবচেয়ে নরম অনুভূতি ছুঁয়ে ফেলেছে। ওদের ভালোবাসার প্রতিচ্ছবি এই ছোট্ট মানুষটা, যে একদিন ওদের দুজনকে আরও কাছাকাছি নিয়ে আসবে। দুরে যাইতে দিবে না।

লাকি ফিসফিস করে বলল, "নিলয়, ওর নাম ঠিক করেছো?"

নিলয় এক মুহূর্ত চুপ করে রইল, তারপর হাসল, "হ্যাঁ, ওর নাম হবে... নিহান ।"

লাকি এক ঝলক তাকিয়ে রইল, চোখের কোণে জল চিকচিক করছিল। নিলয় ওর হাতটা শক্ত করে ধরল।

বাইরে তখন সূর্যের আলো পুরো ঘরটাকে ভরে তুলেছে, যেন প্রকৃতি নিজেও সাক্ষী হয়ে রইল নতুন এক ভালোবাসার শুরুতে।

**৭ দিন পর..!!
হাসপাতাল থেকে রিলিজ পেলো, এই ৭ দিনে নিলয় প্রতিরাতে লাকির পাশে ছিল। এক সেকেন্ডের জন্য আড়াল হয়নাই। প্রত্যকটা রাত র্নিঘুৃম এ কেটে গেছে তবুও অনেক হ্যাপি, সব ব্যস্ততার মধ্যে ও কেমন শান্তি খুঁজে পাচ্ছে নিলয়। এইতো তার প্রিয় মানুষের জন্য এততো কিছু করতেছে।
প্রতিরাতেই তো ঘুম হয় এ কয়েকটা রাত না হয় র্নিঘুম এ যাক সমস্যা কি। ছোট্ট রাজকুমারের মুখের দিকে তাকালে যেনো সব ক্লান্তি শেষ হয়ে যায় নিলয়ের।

অবশেষে রিলিজ পেলে.. এই ৭ দিনে লাকি দমবন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তার হাসপাতালে থাকার ১% ও ইচ্ছে করে না ১ সেকেন্ড ও না তবে ভাগ্যের ছোঁয়ায় ৭ দিন থাকতে হইলো।

আগে ভেবে ছিল নিশ্বাস বন্ধ হয়ে শেষ হয়ে যাবে। তবে এখনো সে নিশ্বাস নিতে পাচ্ছে এই ভেবেই নিজেকে নিজে অনেক ধন্যবাদ দিচ্ছে আর আল্লাহর শুকরিয়া আদায় করতেছে।

ছোট্ট ছোট্ট দুষ্টামি আর ভালোবাসায় কাটে যাচ্ছে দিন- রাত গুলো..
২ মাস পর..!!🫶
ছোট্ট রাজকুমার কে পেয়ে যতটা হ্যাপি ঠিক ততটাই নন হ্যাপি নিলয়।
কারণ..
রাজকুমারের জন্য না রাজকুমারের আদেশ, নিষেধ, তার সেবা যন্ত করতে করার জন্য। তবুও খুশি অনেক। সবকিছুই আনমনে করতে থাকে। লাকি কে কোন কিছু তে হাত বোলাতে দেয়না।
সব কাজেই নিলয়ের মা আমেনা বেগম করে ফেলে। বাকি কাজ নিলয় অফিস থেকে আসে করতে থাকে।

অফিস থেকে আসে খাওয়া দাওয়া করে ব্যস্ত হয়ে যায় নিলয় তার রাজকুমারের সাথে খেলার জন্য।

আগে রুটিন ছিল অফিস থেকে আসে লাকির কাজে সাহায্য করা এবং ছোট্ট ছোট্ট দুষ্টামি করা আর ভালোবাসা দেয়া।

কিন্তু নিলয় সিডিউল এর বাইরে যাচ্ছে, এখনও সিডিউল অনুযায়ী চলে ঠিকই তবে লাকির সাথে না তার ছোট্ট রাজকুমারের সাথে।

চলবে..
151 Views
2 Likes
1 Comments
5.0 Rating
Rate this: