তুমি আমার হবে💞

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
রাত থেকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে কতটা ভালোলাগে তা একমাত্র তারাই জানে যাদের যাদের টিনের চালের ঘর আছে।আজ রাতটা এত অন্দকার কেন হয়ত আকাশের মন ভালো নেই তাইতো আকাশের বুকে চাঁদের অবস্তান না হয়ে আজ বৃষ্টি হচ্ছে।আচ্ছা মানুষের মতো কি আকাশ আর চাঁদের মাজেও ঝগরা রাগ অভিমান হয় হুমম।বিছানায় শুয়ে রিমি বৃষ্টির শব্দ শুনছে আর এই সব আজরাইলা কথা ভাবছে।সপ্তাহ খানেক হলো রিমি কলেজে যায় না।কারণ একটাই কলেজে গেলেই রাজের সাথে দেখা হয়ে যাবে আর দেখা হলে সেই পুরনো কেচ্ছা মানে স্মৃতি গুলো মনে পরবে।৬ মাস আগে কতই না ভালো ভালো সময় কাটিয়েছে এক সাথে।সারা রাত কথা হতো ফোনে রিমিকে না দেখে কথা না বলে রাজ একমূহুর্ত ও থাকতে পারতো না এই নিয়ে কত হাজার বার যে রাজকে রিমি পাগল বলেছে তার কোন হিসেব নাই।এত এত যত্ম আর ভালোবাসার মাজেও কেন বিচ্ছেদ হলো তা রিমি ভেবে পায় না।হঠাৎ করেই রিমি কে বিরক্ত লাগতে শুরো করে রাজের এমনকি যে ছেলে কথা না বলে একমূহুর্ত থাকতো না সে দিনের পর দিন অবহেলা করছে।এত কিছু হবার পর আর সহ‍্য করতে না পেরে শেষ মেশ রিমিকে এই সম্পর্কের ইতি টানতে হয়েছে।এত এত ভালোবাসার মাজে এত এত অবহেলা পেয়ে সব ভালোবাসা রংহীন হয়ে গেছে।

রিমি আর রাজের প্রথম দেখা থেকে প্রমে পড়ার গল্প এখন বলি তো চলুন শুনে আসি আর যারা দেখতে চান তারা কল্পনায় দেখুন....

অনার্স প্রথম বর্ষে রিমি ভত্তি হয়েছে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে।প্রথমদিন কলেজে গিয়েই রিমিকে একটা ছেলে অশ্লিল ভাষায় কথা বলে এত বেশি খারাপ ভাষা যে শুনেই রিমির গা গুলিয়ে আসে।এই ছেলে গুন্ডামি করার জায়গা পাও না কলেজে আসো কেন বলেই যারপর না করে চর বসিয়ে দেয় ছেলেটির গালে।রাগে আগুন হয়ে ছেলেটি যেই না রিমিকে কিছু বলতে যাবে তার আগেই রাজ চলে আসে।ছেলেটি রাজকে দেখে অনেক ভয় পায় রাজ বললো কিরে মিশু কি অবস্তা কি যেন বললি আবার বল।মিশু আমতা আমতা করে বললো না ভাই কিছু না আমি আসি বলেই কোন মতো চলে যায়।আসলে রাজ এই বার ফাইনাল ইয়ারের ছাত্র আর কলেজে তাদের বেশ বড় একটি group আছে তাই বাকি সবাই একটু সমিহ করে চলে।রাজের চোখ গেলো রিমির উপর বললো তুমি কোন ইয়ার রিমি বললো ভাইয়া আমি অনার্স প্রথম বর্ষ।রাজ বললো ওহ তাহলে ক্লাসে যাও আর কেউ যদি কিছু বলে তাহলে আমাকে বলবে।আচ্ছা বলে রিমি চলে আসে এই থেকেই প্রায় প্রতিদিন রাজ আর রিমির মাজে কথা হতো দেখাও হতো তারা বুঝতেই পারেনি কখন থেকে একজন আরেকজনের একটা কাছাকাছি চলে আসছে।এই ভাবেই প্রম শুরো হয় তাদের মাজে আর বর্তমান সময়ের কথা তো বলেছি আগে।।।।

আজ দশ বারো দিন পর রিমি কলেজে আসে তাও প্রিয়ার কথায়।কলেজে একমাত্র প্রিয়াই রিমির সব থেকে ভালো বান্ধবী ও জুর করে নিয়ে আসছে রিমিকে কলেজে।
কলেজ কেমপাসে পা রেখেই রিমি রিতিমত শক খায় অবার হয়ে যায় এই দৃশ‍্য দেখে চোখের পলক পর্যন্ত ফেলতে ভুলে যায়........
চলবে.....
পাঠক পাঠিকা রা আপনাদের সারা পেলে খুবই তারাতারি ২য় পর্ব আপলুড দিবো প্লিজ যারা যারা গল্পটা পড়বেন বলে যাবেন একটু কষ্ট করে কেমন হয়েছে❤💛
274 Views
2 Likes
1 Comments
4.5 Rating
Rate this: