সময় এক মাস

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:


(ইচ্ছা ছিলো একটা ছোটো কিন্তু ভালো গল্প লেখার, তাই,এটা‌ লেখা।)

টেবিলের একপাশে বসে আছে সমীরের সামনে বসে আছে নিরা।দুজনেই একে অপরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে।
টেবিলে রয়েছে একটা পেপার।যাতে তাদের দুজনকে স্বাক্ষর রয়েছে।

তো আজ থেকে ঠিক এক মাস পরে আমাদের কন্ট্রাক্ট শেষ হবে।(সমীর)

হুম,তা আপনি আমাকে কতো টাকা দিবেন?(নিরা)

কতো চাও?(সমীর)

২০ হাজার।(নিরা)

একটু বেশি হয়ে যাচ্ছে না?(সমীর)

মোটেই না,আপনি মানে বিজনেস টাইকুন ফাহাদ ইসলাম সমীরের জন্যে এটা মোটেও খুব একটা বড়ো না।তাছাড়া আমাকে তো এক মাস আপনার মতো একটা লোকের সাথে থাকতে হবে।আমার মা অসুস্থ না হলে আমি কিছুতেই রাজি হতাম না।(নিরা)

তাহলে থেকো না,চলে যাও।(সমীর)

নাহ্!আমার টাকাটা খুব দরকার।(নিরা)

কথা দিলাম,কাল তুমি আমার সাথে আমার পরিবারের সাথে দেখা করতে যাবে।(সমীর)

আমার একটা প্রশ্ন আছে,আচ্ছা মানুষজন যদি জানতে পারে,তবে তো আপনার কাজে ইফেক্ট পড়বে।আমার জন্যও যে খুব একটা ভালো হবে তা তো না(নিরা)

তুমি চিন্তা করো না,সবাই জানবে না তুমি শুধু আমার পরিবারের কাছে আমার স্ত্রী হিসেবে থাকবে।(সমীর)

আর বিয়ে?(নিরা)

সেটাও ঘরোয়া অনুষ্ঠান করে শেষ করবো।তুমি সবকিছুতে রাজি তাইতো?(সমীর)

হুম,রাজি কাল আপনার পরিবারের সাথে দেখা করতে যাবো।(নিরা)

ওকে,তৈরি হয়ে থেকো।আমি তোমাকে নিতে আসবো।(সমীর)

আচ্ছা,চিন্তা করবেন না।আমি তৈরি থাকবো।কখন আসবেন?(নিরা)

বিকালের দিকে আসবো।(সমীর)
256 Views
5 Likes
1 Comments
3.0 Rating
Rate this: