এমন কেন করলে

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
2025-03-09
আমি তুমাকে ভালোবেসে হেরে যাই নি প্রিয় আমি তো ঠকেছি।তুমি এত ভালো অভিনয় করতে পার আমি যানতাম না অজুহাত দেখিয়ে যেদিন আমারে ছেরে গিয়েছিলে সেই দিনই আমি তুমারে বুঝতে পারি।আমার ভালোবাসায় তো কমতি ছিলো না তবে কেন কেন মিলি তুমি আমাকে একা করে দিলে।আজকের মতো এই প্রর্যন্ত লিখে আবির ডায়রি বন্ধ করে দিল....
ফ্লাসবেক থেকে দেখে আসা যাক মিলি আর আবিরের LOVE STORRY...
আজ থেকে প্রায় দশ বছর আগের কথা একটা রাস্তার মোরে আবির বসে চা খাচ্ছিল ওই সময় তার সামনে একটা রিক্সা এসে থামে।রিক্সা থেকে একটি মেয়ে নেমে আসতে দেখা যায়,আবির দেখলো মেয়েটি রিক্সা ওয়ালার সাথে কি যেন কথা বলছে কিন্তু ওর কথা রিক্সা ওয়ালা মুখ কালো করে শুনতেছে দেখে মনে হচ্ছে খুবই বিরক্ত সে।আবির এইসব দেখে এগিয়ে এসে জানতে চাইলো কি সমস‍্যা,দেখেন ভাইসাব এই আফা রিক্সা থেকে নেমে বলছেন উনি টাকা আনেন নি ভুলে রেখে আসছেন।মামা ভাড়া কত হয়েছে রিক্সাওয়ালা বললো ৫০ টাকা।আবির একবার মিলির দিকে তাকিয়ে বাড়া টা মিটিয়ে দিলো।এইবার মিলি বললো আপনাকে অনেক ধন‍্যবাদ আমারে সাহায‍্য করবার জন‍্য।আবির বললো ধন‍্যবাদ লাগবে না আপনার জায়গায় অন‍্য কেউ তাকলেও আমি তাই করতাম।হুম বুঝলাম আপনার টাকা কিভাবে ফিরিয়ে দিব এই যে পিছনে মামার চায়ের দোকান দেখছেন না এই খানেই আমাকে পাবেন।

ওহ তাহলে তো আর একদিন আসতে হবে এই দিকে বললো মিলি।আপনার বাসা এইদিকে না,জ্বী না আসলে আমি নবাবপুরে একটা কাজে এসেছি আমার বাসা রাজাপুর।ওও তাহলে তো আপনার কষ্ট হবে অনেক বললো আবির আরে না কষ্ট কিসের আচ্ছা সামনের পরশু আসবো আমি হুম আপনাকে অনেক ধন‍্যবাদ।আবির বললো ঠিক আছে,মেয়েটি চলে গেলো কিন্তু ওর মায়াবি মুখ এখনো আবিরের মাথায় গুর পাক খাচ্ছে।হালকা পাতলা গড়নের মেয়েটি মাথা দুলিয়ে দুলিয়ে কথা বলে আর যাবার সময় কেমন ভাবে মাথা নিচু করে রাখে মনে হয় অনুমতি চাচ্ছে।মেয়েটি দেখতে ওতটা আর্কষনীয় না কিন্তু কেউ খেয়াল করলে নিশ্চিত প্রমে পরবার মতো একটি মেয়ে।ইস কোন সময় আসবে পরশু সময় জানা হলো না।ওই মামা চা শেষ হলে কাপটা দেন আরো কাষ্টমার বইয়া আছে।চা ওয়ালার ডাক শুনে বাস্তবে আসলো আবির এতখন মনে হয়েছিলো একটা মোহে চলে গেছে।হে মামা এই নাও তুমার কাপ আর এই নাও তুমার টাকা আসি মামা বলে আবির চলে আসলো।

দেখতে দেখতে পরশু দিন চলে আসলো আবির যেহেতু মিলি আসার সময় জানে না তাই সেই সকাল থেকে অপেক্ষার প্রহর গুনছে এই নিয়ে ১০ কাপ চা খেয়ে নিয়েছে তাই ক্ষুদা বোধ হচ্ছে না।এখন বাজে ১২ টা আবির আসছে চায়ের দোকানে সকাল ১০ টায় অনেক সময় হয়ে গেলো মেয়েটি আসবে তো।এখন চা ১৫ কাপ এ মুখ দিয়েছে আবির এমন সময় দেখতে পেলো একটা রিক্সা এসে থেমেছে এবং একটি মেয়ে নামছে ভালো করে তাকিয়ে আবির বুঝতে পারলো মেয়েটি আর কেউ না ওই মেয়ে।মিলি আবিরকে দেখেই হাত নারলো আবির ও মুখে মাপা হাসি নিয়ে এগিয়ে গেলো মেয়ে বলে কথা বলা যায় না বেশি হাসলে বেকুব ভাবতে পারে কথাও মনে মনে সাজিয়ে নিয়েছে আবির।

এই যে আপনি মনে হয় অনেক সময় ধরে অপেক্ষা করছেন আসলে সরি আমি আসার সময় টা সেদিন জানাতে ভুলে গিয়েছিলাম আর এই নিন আপনার টাকা।আবির টাকা হাতে নিয়ে বললো চলুন এক কাপ চা পান করি মিলি না করতে পারলো না কারণ সকাল থেকে বেশ মাথা ব‍্যাথা করছে।আচ্ছা চলুন মিলি চা খাচ্ছে আর আবির তাকিয়ে দেখছে মেয়েটি ছোট্ট ছোট্ট চুমুক দিয়ে কি সুন্দর করেই না চা খাচ্ছে।আসলে কারো প্রতি একবার মূগ্ধতা চলে আসলে দিন দিন বারতেই থাকে সেই সময় ওই মানুষটি যদি যক্ষা রোগিদের মতো যদি কাশে তাও ভালো লাগে মুগ্ধ হয়ে বলতে ইচ্ছা করে ওয়াও কাশির শব্দ চমৎকার।মিলির চা শেষ এখন উঠে দারালো বিদায় নিতে আচ্ছা আজ আসি চা খাওয়ানুর জন‍্য ধন‍্যবাদ।এই তো মাপা হাসি হাসতে হাসতে সময় চলে গেলো আচ্ছা শুনেন মিলি ফিরে তাকালো আবির আমতা আমতা করতে বললো আপনার নাম কি মিলি একটা হাসি দিয়ে বললো আমার নাম মিলি হক।মাপা হাসি দিয়ে বললো আর আমার নাম আবির আলী।মিলি বললো সুন্দর নাম আপনি এখানে থাকেন আবির বললো জ্বি ওই যে সাদা বাড়িটি দেখছেন না ওই টা আমাদের বাড়ি।মিলে বললো আচ্ছা আসি আবির অনেক সাহস করে বললো আপনার নাম্বরটা দিবেন বলেই এমন ভাবে তাকালো যেন নাম্বার চাওয়া কবিরা গুনাহ।মিলি খুব সহজেই নাম্বার দিয়ে দিলো তারপর চলে গেলো।আবির তো ভাবতেই পারেনি মিলি এত সহজে দিবে নাম্বার আর নাম্বার সহজে দেওক বা কঠিন করে দিক আমি তো মহা খুশি বলে আবির বাসায় চলে আসে।

রাতে আবির কল দিলো মিলিকে বার কয়েক রিং হতেই ওপাস থেকে মিলির কন্ঠ বেসে আসে।আবির বললো কেমন আছেন চিনতে পারছেন তো।মিলির আবিরকে চিন্তে অসুবিধা হয়নি তারপরও বললো না কে আপনি।আবির তার পরিচয় দিলো মিলে বললো চিনতে পারছি।এবাবেই কথা শুরো হয়।এরপর থেকে আবির আর মিলির মাজে এখন প্রতিদিন কথা হচ্ছে আবির নিজের মনের কথা জানাতে পারছে না কারণ মিলি যদি রাগ করে কথা বলা ছেরে দে।এবাভে কথা হতো এতোদিন কথা বলে আবির মিলির প্রতি আসক্ত হয়ে পরে।১ মাস এবারে কথা বলার পর মিলি একদিন আবির কে বললো।আবির একটা কথা শেয়ার করতে চাই আবির বললো বলো তারপর মিলি বললো আমার একটা ছেলের সাথে প্রমের সম্পর্ক ছিলো আমাদের ২ বছরের সম্পর্ক ছিলো মাজে আমাদের খুব বাজে বাভে ঝগরা হয় এক পর্যায়ে আমাদের বিচ্ছেদ হয়ে যায়।ওই সময়টা আমাকে অনেক একা কাটতে হতো সবসময় ওর কথা মনে পরতো এরই মাঝে তুমার সাথে পরিচয় হয়।আমার একাকিত্বের সময় কাঠতো তুমার সাথে কথা বলে এখন ও মানে মিলন আবার সম্পর্কে আসতে চায়।আমি ওকে অনেক ভালোবাসি তাই মানা করতে পারিনি এখন আমাদের মাঝে সব ঠিক হয়ে গেছে।।।
আবির বললো ওহ ভালো তো আমি শুধু তুমার একাকিত্বের সঙ্গি ছিলাম মিলি তুমি কিছু মনে করো না সত‍্যি কথা হলো তুমি আমাকে ব‍্যবহার করেছ আর আমি বোকার মতো তুমার সব কথা শুনে গেছি।আমার সাথে তুমি ভালো করোনি মিলি আমি তুমাকে অভিশাপ দিচ্ছি না দোয়া করি তুমি ভালো থাক।।।।

আর তুমার এখন সম্পর্ক ভালো হয়ে গেছে তাই প্লিজ আমারে মুক্তি দেও আমারে আর কল মেসেজ দিবা না।আমি দোয়াও চাই মাপ ও চাই আমি মুক্তি চাচ্ছি এতটা অনুরুদ তো করতে পারি আমি এই অধিকার তো আছে আমার.....

আবিরের এমন কথায় মিলিকে মনে হলো সে আরো খুশি সেও বললো আচ্ছা ভালো থেকো বলে রেখে দিলো।

আবির অবাক হয়ে মিলির যাবার দৃশ‍্য দেখলো আর মনে মনে নিজেকে অনেক বকা দিলো কেন সে এতো বোকা।কেন ওর নাম্বার নিতে গেলো এখন তো সে নিঃসঙ্গ একা হয়ে গেছে।এতটা সময় যার সাথে কথা বলে কাটিয়েছে এখন কি ভাবে ওই সময় কাটবে বলে আবিরের চোখ দিয়ে পানি ঝরতে থাকে।কি অপরাধ ছিলো মিলি আমার এই ভাবে আমারে একা করে কেন গেলে কথা বলার সময় তো এমন ভাবে বলতে আমি ভাবছিলাম তুমিও আমারে চাও আমি সত‍্যি বোকা।।।।এক মাসের পরিচয় আবিরের মনে খুব ভালো ভাবে দাগ কেটে গেছে।তারপর থেকে আবির আর কখনো কোন মেয়ের সাথে সম্পর্কে ঝরায় নি।


তার ২ মাস পরে আবির বিয়ে করে নেয় আশাকে।অনেক ভালো আশা আবির কে অনেক ভালোবাসে।এখন সে অনেক ভালো আছে তাদের ছোট্ট একটা পরিবার ও হয়েছে।।।।

আজ ৫ বছর পরও ১ মাসের পরিচেয় কথা মনে করে এখনো আবিরের চোখ জাপসা হয়ে আসে।যেদিন ই মিলির কথা মনে পরে সে দিন ই আবির ডায়রিতে কিছু না কিছু লিখে রাখে। ।নিজেকে শান্ত রাখার জন‍্য বলে আল্লাহ যা করেন ভালোর জন‍্যই করেন।❤❤❤2025-03-142025-03-14
136 Views
2 Likes
0 Comments
3.7 Rating
Rate this: