একদিন আমি থাকবো না

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
হয়তো কোনো একদিন
থাকবো না তোমাদের মাঝে,
ব্যথা যদি পেয়ে থাকো
আমার কথায় কোন কাজে।
অভিশাপ দিও না।।

মন থেকে এই বেদুইন কে
করে দিও ক্ষমা,
রেখোনা মনে দুঃখ কোন
রেখোনা বেদনা জামা।
আর প্রতিশোধ নিও না।।

মনে করো এক অতিথি পাখি
এসেছিল তব আঙিনায়,
কিছু সুখ কিছুটা দুঃখ দিয়ে
হারিয়ে গেছে দূর অজানায়।
আঁখিপাতে তাই আর জল এনো না।।
689 Views
29 Likes
6 Comments
4.1 Rating
Rate this: