*তখনো বুঝিনি*

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
বুনো ফুলের সুবাসিত হওয়া
রোজকার মতো সেদিনও ছিল
দূর গগনে শুভ্র মেঘের ভেলা
আঁচল ওড়া বাতাস এলোমেলো।

পাখ পাখালির কিচিরমিচির রবে
মুখরিত গধুলিবেলা
শান্ত দিঘির জলের বুকে
বিরামহীন হংসমিথুন খেলা।

প্রণয়ী সুধু উদাস হাসি হেসে
আমার থেকে একটু দূরে সরে
কালবৈশাখীর আভাস নিয়ে চখে
আমার থেকে অন্যদিকে ঘুরে।

হঠাৎ হাওয়ায় কান্নার সুর
হৃদয় আকাশ কালো মেঘে ছেয়ে
বিনা মেঘে অঝোর ধারায়
কাঁদলে তুমি ওরে অবুঝ মেয়ে।

নীরবতায় ডুব মেরে তাই
দুজনাতে কাটলো কিছুক্ষণ
তখনো বুঝিনি অশনিসংকেত
ভাঙ্গবে হৃদয় ভাঙ্গবে মন।

স্বভাবসুলভ হাসলে বিধু মুখে
আলতো ছোয়ায় হাতটি চেপে ধরে
বললে অসম্ভবের শেষ কথাটি
ক্ষমা করো ভুলে যেও মোরে।
405 Views
14 Likes
6 Comments
4.6 Rating
Rate this: