মানুষ কিনতে চাই

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:

মানুষ কিনতে চাই, পকেটে সোনালি স্বপ্ন,
একটি জীবন, একটি হাসি, অথবা এক ফোঁটা বেদনা।
কিনতে চাই তাদের প্রেরণা, তাদের গল্প,
যাতে আমি ভরিয়ে তুলতে পারি নিজেকে,
একটি কোলাহলহীন অস্তিত্বের খালি পাত্র।

কিনতে চাই তাদের হাসি, তাদের চোখের দৃষ্টি,
যাতে বুঝি, কতটা মানবিক হতে পারে এই মাটির পৃথিবী।
কিনতে চাই তাদের স্নেহ, তাদের মায়া,
যাতে অনুভব করি, সত্যিকারের সম্পর্কের চিহ্ন।

কিনতে চাই না তাদের দুঃখ, তাদের অন্তরের অন্ধকার,
সে তো আমার নয়, তা আমি নিতে চাই না,
শুধু চাহিদা যে মানবিকতার,
সে যতটুকু পুরানো, ততটুকু নতুন।

কিনতে চাই মানুষকে, তবে তাদের রক্ত নয়,
মনের মধ্যে একটি জায়গা, যেখানে তুমি তারা,
হয়তো কখনো, বুঝতে পারবো একে অপরকে,
এবং কিনতে না গিয়ে, শেয়ার করবো প্রাণ।
76 Views
1 Likes
0 Comments
5.0 Rating
Rate this: