জানো
তোমাকে খুব বেশি miss করি,কেনো এতো miss করি জানিনা
তোমাকে অফলাইনে দেখলে মনে হয়, আমার কি জেনো একটা নেই।
যেন,আমার মাঝে আমি থাকিনা,
তোমার সাথে একদিন কথা না হলে দম বন্ধ হয়ে আসে,
কেনো এরকম হয় জানিনা।
হয়তো তোমায় অনেক বেশি ভালোবাসি এই জন্যই,
তোমাকে অনেকেই অনেক ভালোবাসে,অনেকেই তোমাকে পছন্দ করে, অনেকেই তোমার প্রতি Interest কিন্তু আমি সবার ভালোবাসা মিলিয়ে যত ভালোবাসা আছে তার থেকে একটু হলেও বেশি ভালোবাসি তোমায়।
এভাবে কখনও কাউকে ভালোবাসিনি,এভাবে কখনও কাউকে আপন ভাবিনি,যতটা তোমাকে বাসি।
জানিনা কি পেয়েছি তোমার মাঝে, তবে এই টুকু জানি তুমি ছাড়া আমি একা বড্ড একা।।।
না বলা কিছু কথা
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
2.64K
Views
93
Likes
7
Comments
3.7
Rating