আবিদ সকালে ঘুম ভেঙে দেখে রোজা তার গায়ে হাত দিয়ে শুয়ে আছে ।
বিরক্ত হয়ে হাত শরিয়ে দেয়...
মনে মনে বলে এই মেয়ে মেয়ে কি ভালো ভাবে ঘুৃমাতেও পারে না নাকি ।
ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে বসে...
আবিদের বাবা : কিরে তুই একা কেন বৌমা কই?
বাবা তোমাদের বৌমা ঘুমাচ্ছে টাইম সেঞ্জ তো নেই তার, আবিদের মা এভাবে বলতে হয় আবিদ।
আবিদ এবার চুপ হয়ে যায় তার বাবার কথা শুনে..
এই বাড়িতে এমন একদিনও হয়নি যে টাইম মেন্টেন কেউ ভূল করছে, টাইমলি সব কাজ হয়ে থাকে আবিদ সহ তোর পরিবারের সবাই রুলস গুলো মেনে চলে।
আবিদের ছোট বোনের ডাকে হুমড়ি দুমড়ি করে রোজার ঘুম ভাঙ্গে।
ভাবি তাড়াতাড়ি দরজা খোলো নিচে খেতে এসো..
রোজা : আপু একটু ভিতরে আসবে রুমের,
দরজা খোলো..
রোজা :আপু আমি এখনো ফ্রেশ হইনি...
ইজনিয়া :কি বলছো এসব তাড়াতাড়ি ফ্রীশ হয়ে নিচে আসো.. সবাই তোমার জন্য ওয়েট করছে খাবারের টেবিলে ।
রোজা :রোজা তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসে..
আবিদ : মনে মনে ভাবছে আবিদ, নিশ্চয়ই বাবার হাতে আজকে আচ্ছামত বকা খাবে, টেবিলে যেই দেরি করে আসে তাকেই ধমক দেয়..
কিন্তু আজকে বিষয়টা অন্যরকম বাবা আজ কাউকে কিছু বলেনি ...
আবিদের বাবা :বৌমা বসো,
আবেদের মাকে বলল তুমি বৌমাকে সবকিছু শিখিয়ে দেবে ও নতুন তাই কিছু জানে না,
আবিদ অবাক... আজ কি হচ্ছে এসব...
এই বাড়ির এত দিনের রুলস আজকে বাবা কিছুই বলল না...
আবিদ তাড়াতাড়ি খাবার শেষ করে উঠে পড়ল...
হসপিটালে যাওয়ার জন্য রওনা দিবে, আজকে ও কি তোর হসপিটালে যেতে হবে, কি করবো মা এটা তো আমার বাবার হসপিটাল নয় যে আমাকে আজকে যাওয়া লাগবে না।
এভাবে কথা বলতে নেই আবিদ।
আবিদ বিরক্ত হয়ে... কি করবো মা?
আজকাল তো তোমাদের কথাই সবকিছু হচ্ছে, আমি তো কিছুই বলছি না।
এসব বলে বিরক্তি নিয়ে হসপিটালে চলে গেল,
রোজা :রুমে গিয়ে চুপটি করে বসে আছে আমাদের গ্রামে হলে কতো মানুষ দেখতে আসতো এখানে তো কেউ বৌ দেখতে আসছে না...
ইজনিয়া :ভাবী আসবো... ?
রোজা :আপু আসো.. আমার একা একা ভাল লাগছিল না তুমি আসলে তাই খুব ভালো লাগছে...
ইজনিয়া :তোমাকে একটা কথা বলি ভাবি যদি কিছু না মনে কর ?
রোজা : বলো আপু।
ইজনিয়া :কাল রাতে ভাইয়ার সাথে কি কিছু হয়েছে..?
রোজা :অনেক কিছু হয়েছে, তোমার ভাইয়ের এত রাগ করে কেন?
ইনজিয়া:কি কি হলো...?
রোজা: কি হবে শুধু বড় বড় চোখ করে রাগিই করলো,
ইজনিয়া :ভাবি সত্যিই তুমি কিছুই বোঝ না...
ভাইয়া কি আর কি বলে নি।
রোজা :ঘুমিয়ে পড়তে বলেছিল...
ইজনিয়া তো পুরোই অভাব, আসলে হয়তো ভাবি কিছুই বোঝে না।
নোট: গল্পটি ভাল লাগলে অবশ্যই কমেন্ট আর লাইক দিয়েন। আপনারা অনেকেই গল্প পড়েন কিন্তু লাইক কমেন্ট করেন না ।ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে।
বলো ভালবাসি
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
268
Views
9
Likes
1
Comments
3.8
Rating