৫.
ঢাকা বাংলাদেশের রাজধানী,ও অন্যতম গুরুত্বপূর্ণ শহর।
এই ব্যস্ততম শহরের এক ভুতুড়ে স্থান সম্পর্কে আজ বলবো।চলুন শুরু করি।
ঢাকার তেজগাঁও মনিপুরীপাড়া এলাকায় রয়েছে এক খ্রীষ্টান বাড়ি।এই বাড়িতে ভাড়া থাকা প্রায় সব ভাড়াটিয়াই অদ্ভুত বা ভুতুড়ে কান্ডকারখানার সম্মুখীন হয়েছেন। অনেক সময় গভীর রাতে (রাত ১টা কি ২টা) বাড়ির উঠানের দোলনায় কাউকে দুলতে দেখা যায়!
ঘটনাটির সাক্ষী হয়েছেন অনেকে।
আবার রাতের বেলায় শোনা যায়,ছাদে কারা যেন হইচই
করছে!
কিন্তু,ছাদে গেলে কাউকে দেখা যায় না,পুরো ছাদ ফাঁকা!
শোনা যায়,উক্ত বাড়িওয়ালার মেয়ে নাকি প্রায়১৬ থেকে ১৭(কিংবা তার বেশি)বছর আগে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিলো।এই আত্মহত্যার পর থেকেই এখানে নান ভুতুড়ে ঘটনা শুরু হয়েছে!
এই নিয়ে জনমনে কৌতুহলের শেষ নেই।সবাই জানতে চায়,এসব কিছু কেন ঘটে?
বাংলাদেশের ভুতুড়ে স্থানসমূহ 👻
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
99
Views
0
Likes
0
Comments
4.5
Rating