ইহুদিদের প্রোটকলে মিডিয়ার কথা উল্লেখ করা আছে যেখানে বলা হয়েছে কিভাবে তারা মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে মানুষের মনস্তত্ব ও বিশ্বকে নিয়ন্ত্রণ করে। তারা মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যায় রূপান্তরিত করতে সিদ্ধহস্ত। তাদের গ্লোবাল ও পলিটিকাল ষড়যন্ত্র বাস্তবায়নের অন্যতম হাতিয়ার হচ্ছে এই মিডিয়া।
তাদের নিয়ন্ত্রিত বিভিন্ন মিডিয়া যেমন বিবিসি,সিএনএন ইত্যাদির মাধ্যমে বিভিন্ন মিথ্যা ও প্রোপাগান্ডামূলক তথ্য অতিরঞ্জিত করে প্রকাশ করে ঠিক তেমনি বাংলাদেশের বিভিন্ন মিডিয়া যাদের মধ্যে মিডিয়া সন্ত্রাসে সবচেয়ে এগিয়ে আছে প্রথম আলো,ডেইলি স্টার। এদের আবার নিয়ন্ত্রণ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা "র"। এদেরকে মিডিয়া বললে ভুল হবে কারণ মিডিয়ার মুখোশে এরা এদেশে ভারতীয় আধিপত্য বিস্তারে এক একটা সংস্থা। এদেশে জঙ্গি নাটক তৈরির মূল মাস্টারমাইন্ড হচ্ছে এরা,গত ১৬ বছর তাদের এই জঙ্গি নাটকের বলি হয়েছে অসংখ্য মুসলিম আর ইসলাম বিদ্বেষ তো এদের রন্ধ্রে রন্ধ্রে। এদের মাধ্যমেই গত ১৬ বছর খুনি হাসিনার আওয়ামী লীগ একচ্ছত্রভাবে ক্ষমতা হাত বন্ধি করে রেখেছিল আর এই জুলাই অভ্যত্থানে এরা সরাসরি খুনি হাসিনার পক্ষাবলম্বন করেছিল এবং খুনি হাসিনার পতন তাদের জন্য বেদনাদায়ক ছাড়া কিছুই নয়। এরা এখনো ভারতীয় তাবেদারি ছাড়তে পারেনি আর কখনো পারবেও না যেহেতু এরা এক একটা ভারতীয় সংস্থা আর হ্যা সবাই হয়তো একদিন থেমে যাবে কিন্তু তাদের মিডিয়া সন্ত্রাস ঠিকই চলমান থাকবে আর সুযোগমতো এরা আরও ভয়ংকর রূপ ধারণ করবে।
যাইহোক নতুন স্বাধীন বাংলাদেশ ও প্রথম আলো ডেইলি স্টারের মতো মিডিয়া সন্ত্রাস কখনো একসাথে থাকতে পারে না!!!
মিডিয়া সন্ত্রাস
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
106
Views
0
Likes
0
Comments
0.0
Rating