অপূর্ব সন্ধ্যা
রুদ্র ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে ছিল। আজকের সন্ধ্যাটা যেন অন্যরকম। গোধূলির আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর দূরে কোথাও আজানের ধ্বনি ভেসে আসছে।
রুদ্রের মনে আজ হঠাৎই শৈশবের স্মৃতি ভেসে উঠল। ছোটবেলায় দাদার হাত ধরে ঠিক এমনই এক সন্ধ্যায় সে মসজিদে যেত। দাদা বলতেন, "সন্ধ্যায় আকাশের রঙ বদলে যায়, যেমন বদলে যায় মানুষের জীবন।"
হঠাৎ করেই পেছন থেকে রুদ্রর নাম ধরে কেউ ডাকল। সে চমকে তাকাল—নন্দিনী! তার শৈশবের বন্ধু। অনেক বছর পর দেখা।
নন্দিনীর চোখে উচ্ছ্বাস। "এতদিন পর ফিরে এলে! ভাবতেই পারিনি তোমাকে আবার দেখব!"
রুদ্র হাসল। "জীবনও তো আকাশের মতো, নন্দিনী। কখন যে কোন রঙ নেবে, বলা মুশকিল।"
সন্ধ্যার আকাশে তখন চাঁদ উঠেছে। রুদ্র বুঝতে পারল, এই সন্ধ্যা শুধু অপূর্বই নয়, ভাগ্যগুণেও বিশেষ হয়ে উঠেছে।
অপূর্ব সন্ধ্যা
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
134
Views
1
Likes
3
Comments
4.0
Rating