গাড়ি আমার নতুন বাড়ির দিকে রওনা দিতেই আমিন আমার হাত চেপে ধরলো।
আমার চোখ বেয়ে তখনো অশ্রু গড়িয়ে পড়ছে।
আমিন মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল-কেঁদো না জান।জান ডাকলাম কিছু মনে করলে না তো।
আমি মাথা নেড়ে না বোঝালাম।
আমিন আবার বলল--"আচ্ছা জান,তুমি এইভাবে কাঁদলে আমার কী ভালো লাগবে।
তুমি তো আমার অর্ধেক দুনিয়া,প্লিজ এইভাবে কেঁদো না।
আর দেখো,তুমি এতো বেশি কান্না করলে তোমার মেকআপ নষ্ট হয়ে যাবে।তখন তোমাকে পেত্মীর মতো লাগবে না?"😁🫠
এই আপনি আমাকে পেত্মী বললেন!কী করে?কেনো!(আমি)
বাহ্!রাগলে তো তোমাকে অনেক কিউট লাগে।🥰(আমিন)
সত্যি তো?(আমি)
একদম।তুমি তৈরি তো?(আমিন)
কিসের জন্য।(আমি)
আরেহ্ একটু বোঝার চেষ্টা করো।😍(আমিন)
আমি আমিনের কথা বুঝতে পেরে ওর গায়ে হালকা একটা চাপড় মারলাম।তারপর
নিজেই ওর বুকে মাথা রাখলাম।
ও আমাকে এক হাত দিয়ে আঁকড়ে ধরলো।
আজ সত্যি খুব ভালো লাগছে।
নিজের এতো বড়ো ইচ্ছা আজ পূরণ হয়েছে,সত্যিই ভালো লাগছে।
★★★
আমিনের রুমে বসে আছি আমি।আমাকে ঘিরে আছে ওর অনেক আত্মীয় স্বজন।আর পাড়া প্রতিবেশী।
সবাই নানা কথা বলে আমাকে লজ্জা দেওয়ার চেষ্টা করছে।আমার খুব অস্বস্তি অনুভব হচ্ছে।
আমিনের ফুফু বললেন -তা নতুন বউ, সুখবর কবে নাগাদ পেতে পারি।তাড়াতাড়ি চাই কিন্তু।
ফুপি থুরি মা বলল-কী যে বলেন না আপা।সবে তো ওদের বিয়ে হলো।
আমি বললাম--মা ও মা,আমিন কোথায়?
মুখ ফসকে বলে ফেলা কথার জন্য নিজেই নিজের জিভ কাটলাম।
ঘরে উপস্থিত সবাই হেসে ফেলল।
আরিফা বলল-কেনো রে,আমার ভাইয়া কে ছাড়া ভালো লাগছে নাকি?😁
চুপ কর,আমি তোর ভাবি হই।(আমি)
আরিফা কিছু বলার আগেই পাগড়ি হাতে আমিন ঘর ঢুকলো।
কী ব্যাপার সবাই এখানে যে,,বেচারা আমার বউ টাকে কী শ্বাস রোধ করে মারতে চাও?
সর,,বলতে বলতে আসিফা কে সরিয়ে আমার বসলো আমিন।
আরে এই ছেলের কী লাজ লজ্জা নেই?
তোমরা যাবে আমার ঘর থেকে,অধৈর্য হয়ে প্রশ্ন করলো আমিন।
আরেহ্!এতো তাড়া কিসের তোর?(আরিফা)
সেটা তুই বুঝবি না,যা বেরো।তাড়াতাড়ি বেরো।নয়তো তোর খবর আছে।(আমিন)
আমার লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে।আমিন এইসব কী বলে।
সবাই বেরিয়ে গেলে আমিন দরজা লাগিয়ে দিয়ে এসে বসলো।
উফ্,বাকিটুকু আর লিখতে পারছি না।আপনারা বুঝে নিয়েন।
মারিয়ার হুজুর বর
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
228
Views
1
Likes
0
Comments
0.0
Rating