চিঠির অপেক্ষা
ছোট্ট একটা গ্রাম, নাম ফুলছড়ি। সেখানে এক বৃদ্ধা থাকতেন, তার নাম রজনী। গ্রামের সবাই তাকে "রজনী দাদি" বলে ডাকত। বয়স হয়েছে অনেক, তবুও তার চেহারায় এক আশ্চর্য প্রশান্তি ছিল। কিন্তু দাদির একটাই কষ্ট—তার ছেলে রফিক শহরে চাকরি নেয়ায় বছরের পর বছর তার কোনো খবর নেই।
প্রতিদিন সন্ধ্যায় দাদি বারান্দায় বসে থাকতেন, ডাকপিয়ন আসে কি না দেখার জন্য। তিনি জানতেন, রফিক ব্যস্ত, হয়তো চিঠি লিখতে ভুলে যায়। কিন্তু মায়ের মন তো আশা ছাড়ে না!
একদিন বিকেলে বৃষ্টি হচ্ছিল ঝরঝর করে। দাদি বারান্দায় বসে আছেন, হঠাৎ কাঁধে এক গরম স্পর্শ টের পেলেন। চমকে তাকিয়ে দেখলেন—রফিক দাঁড়িয়ে আছে! চোখ ভরে গেছে পানি আর কাঁপা কণ্ঠে বলল, "মা, আমি এসেছি!"
দাদি কিছু বলতে পারলেন না, শুধু ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরলেন। এই দীর্ঘ অপেক্ষার অবসান হলো—একটা চিঠির বদলে পুরো মানুষটাই ফিরে এসেছে!
শেষ।
চিঠির অপেক্ষায়
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
165
Views
1
Likes
0
Comments
2.5
Rating