ছায়া বন্ধু

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
ছায়া বন্ধু

নীলা ছিল খুব একা। বাবা-মা দুজনই চাকরির কারণে ব্যস্ত, তাই সে সারাদিন নিজের ঘরেই কাটাতো। বন্ধুর অভাব অনুভব করলেও কারও সঙ্গে মিশতে পারত না।

একদিন বিকেলে, জানালার পাশে বসে গল্পের বই পড়ছিল সে। হঠাৎ অনুভব করল, কেউ তাকে ডাকছে। চমকে তাকিয়ে দেখল—তার ছায়াটা মেঝেতে কাঁপছে!

নীলা ভয় পেল, কিন্তু ছায়াটা আস্তে আস্তে কথা বলতে শুরু করল, "আমি তোমার ছায়া, তুমি একা হলে আমি তো থাকি, তাই না?"

ধীরে ধীরে নীলা ছায়ার সঙ্গে কথা বলতে শুরু করল। সে সব গল্প, দুঃখ, আনন্দ ছায়ার সঙ্গে ভাগ করে নিতে লাগল। অদ্ভুতভাবে, তার মনে হলো, সে আর একা নয়।

একদিন স্কুলে নতুন এক মেয়ে ভর্তি হলো, নাম সুমী। সে নীলার পাশে বসে বলল, "তুমি খুব চুপচাপ থাকো, কিন্তু মনে হয় তোমার অনেক গল্প আছে!"

নীলা হেসে ফেলল। এবার আর ছায়ার সঙ্গে নয়, সত্যিকারের বন্ধুর সঙ্গে গল্প শুরু হলো।

শেষ।

153 Views
2 Likes
0 Comments
0.0 Rating
Rate this: