ভিখারী

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
ওহে নর ও নারী, যারা ভিখারী হায়!
চাহিয়া বেড়াও কেন মানুষের পরে?
আসিয়া কেন তবে, ডাকো গো দরজায়?
বসিয়া থাকো হে কেন মানুষের দ্বোরে?
কাঁদিয়া আহাজারি জলদি আসিয়াই!
এত ডাকাডাকি করো কেন উচ্চ স্বরে?
"মাগো চাল-ধান, দান চাই দান চাই !”
এমন মিনতি কেন বেদনার সুরে?

অভাব যাইবে, স্বভাব বদলাইলে ;
করো রোজগার, ঘুরিও না বাড়ি বাড়ি !
"ভিক্ষা ছাড়িয়া, আত্মবিশ্বাস জোগাইলে -
কষ্ট যাইবে দূরে, এ পেশা দাও ছাড়ি!
কভু এ ভূতলে, খুলিবেনা নিজ থলে;
কোনদিন আর হইও না অনাহারী!
119 Views
2 Likes
0 Comments
0.0 Rating
Rate this: