রান্না দেরি হওয়ায় মা'কে সজোরে লা'থি মারলো বাবা।চুলের মু'ঠি চেপে ধরে বললো
" সারাদিনে করিসটা কি? ভাতটাও সময় মতো পাই না। মুখ দেখার জন্য তোরে ঘরে আনছি নাকি? "
লাথি সহ্য করতে না পেরে মাটিতে প'রে গিয়ে পায়ে ব্যা'থা পেলো।ডাক্তার দেখে বললো পা ভে'ঙ্গে গেছে।দশ-বারোদিন বিছানা ছেড়ে উঠতে পারবে না।বাবাকে বললাম
" বাবা,বাড়ির এতো কাজ কে করবে এখন? একটা কাজের লোক ঠিক করতে হবে তো "
বাবা বললো " বাড়ির কি এমন কাজ? যেটুকু কাজ,এটা হাসতে হাসতে করা যাবে "
আজ দুইদিন হয়ে গেলো।বাবা আমি দু'জনই এক মুহুর্ত বসে নেই।সংসারের এতো এতো কাজ থাকতে পারে আমাদের জানা ছিলো না।এই দুইদিনে কাজের চাপে ঘর ঝাড়ু দেওয়ার সময়টুকুও আমাদের হলো না।
রাতে খেতে বসে বাবা দুঃখীত স্বরে বললো
" দুইজন মিলে দিনরাত খাটুনির পরেও অর্ধেক কাজ বাকি রয়ে গেলো।তোর মা একা একা কিভাবে করে এতো কাজ? "
সংসার
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
827
Views
36
Likes
4
Comments
4.8
Rating