সায়েরা : 😳😳 আপনি?????
রেদোয়ান : তোমায় নিয়ে যেতে এসেছি __সায়েরা মোকাদ্দাম🥀!!
সায়েরা : আবারো বন্দি হতে চাইছেন??
রেদোয়ান : মুক্ত হয়েছিলাম কবে??
সায়েরা : আমায় ছাড়া ভালো থাকবেন!!যে পথে আপনি খুশি থাকবেন... সে পথেই হাঁটা শুরু করেছি__রেদোয়ান শাহ !!
রেদোয়ান : শূন্যতা বাড়িও না!!😓
সায়েরা : আমি অন্যের বাগদত্তা 🙂
রেদোয়ান : রেদোয়ান শাহ ছাড়া সায়েমা মোকাদ্দমের আর কোন পথ নেই!!!
সায়েরা : যন্ত্রণায় আমাকে শেষ করে ফেলেছেন
রেদোয়ান : ভালোবেসে ১ বুক যন্ত্রণা বয়ে চলেনি_ এমন কাউকে দেখেছো??
সায়েরা : ১ বুক বেশি যন্ত্রণা দিতে কাউকে দেখেছেন?
রেদোয়ান : যতটুকু সইতে পারবে _ ততটুকুই দিয়েছি!!
সায়েরা : আর কত ?????
রেদোয়ান : কোন ভদ্রলোক কে তো ভালোবাসো নি। নিষ্ঠুর, জানোয়ার, ১জন বিধ্বংসী অমানুষ কে ভালোবেসেছো।সইতে হবে !!
সায়েরা : জানতাম না .......
রেদোয়ান : পাগল করেছো আমায় ..."আমার বিধ্বংসী জীবনে, পাপিষ্ঠ রাজ্যে তোমার আগমন হয়েছে অগ্নীকন্যা ও মায়াবিনী মতো " 🙂❤️!!!
আমি তো অমানুষ_ জানোয়ার_ রমনী ডাইনি সবার দিকেই দৃষ্টি!! কিন্তু তুমি কেন এই দৃষ্টিতে আটকে গেলে?? আমি কি বলেছিলাম আমায় ভালোবাসতে??
সায়েরা: প্রতিশোধ নিচ্ছেন??
রেদোয়ান : তোমায় হারাতে চাই না
সায়েরা : দূরত্বের শান্তি চাই
রেদোয়ান : দরদী, দেবদাস বা হিরো নই.. ভিলেন আমি!! যা আমার.. তা চাইইই চাই!! তাই তোমায় দিয়ে প্রারম্ভ করে _ খুনী হতে চাই না❤️🔥
সায়েরা : বাড়িতে কেউ মানবে না
রেদোয়ান : পরের এতো দম কোথায় কিছু করার_ যদি আপন হয় বিশ্বাসযোগ্য!!
সায়েরা : কি করবেন আপনি?
রেদোয়ান : আমার অনাগত সন্তানের মা কে নিতে এসেছি।রক্তপাত চাই না!!
সায়েরা : বদমেজাজি হবেন না!! দয়া করুন
রেদোয়ান : তোমার জন্য হিংস্রতা সর্বদাই বিদ্যমান
সায়েরা : শান্ত হন
রেদোয়ান : আমাদের মধ্যে নিজ ছায়াও সহ্য হয় না-- জানো তুমি!! সর্বস্ব সামলাও!!
সায়েরা : তামাকপাতা কেন ধরলেন 🚬🚬??
রেদোয়ান : বুকের উত্তাল সমুদ্রের জলপরী বুকে নাই
সায়েরা : লোকে দেখবে তো....
রেদোয়ান : রানী সয়ে নিয়েছে তো_ আর কারোর পরোয়া নেই!!
সায়েরা : আমাকে লাগবেই??
রেদোয়ান : " পাগল করেছো আমায়, নেশা হয়েছো আমার!! যদি বেঁচে থাকতে হয়,, শুধু আমার হয়ে থাকো _ নয়তো খুন হও🔪!!! তোমার সাথে আমিও ছাড়বো পৃথিবী ❤️🔥তুমি যেখানে আমি সেখানে!!...
ভালোবাসা ও সুখের কোন অভাব হবে না তোমার 🥀যা চাও সব পাবে। যন্ত্রণা সয়ে যেও_ Hero নই আমি _ villain তোমার ❤️🔥..মন দিয়ে জানো সবই!!
তুমি চাইলে ভুলে যাবো সব,, ছেড়ে দিবো সবকিছু 🌺শুধরে যাবো __ হয়ে যাবো তোমার পৃথিবী 🌏!!
"" আমিই তোমার মুক্তি _ আমিই তোমার
জেলখানা!! তুমি শুধু আমার কয়েদী """
___ আমার সায়েরাবতী __
২৪৩ পৃষ্ঠা
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
300
Views
5
Likes
3
Comments
4.0
Rating