মারিয়ার হুজুর বর

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:

তুমি যদি আল্লাহর আদেশ-নিষেধ মেনে না চলো তাহলে পাবে জাহান্নাম,যেখানে তোমাকে শাস্তি দেওয়া হবে।আর তা হবে অনেক কঠিন।
এখন তোমাকে বাছতে হবে,তোমার কোনটা চাই।
বুঝতে পারলে আমার কথা?প্রশ্ন করলেন আমিন
ভাইয়া।

আমি এতক্ষণ খুব মনোযোগ দিয়ে তার কথা শুনছিলাম।তার প্রশ্ন শুনে মাথা নাড়লাম।

আর কোন প্রশ্ন আছে?সামনের দিকে তাকিয়ে থেকেই প্রশ্ন করলেন আমিন ভাইয়া।

না।(আমি)

তাহলে চলো,নিচে যাই।ইফতারির সময় তো চলে এলো। (আমিন ভাইয়া)

ভাইয়া আগে গেলো,আর আমি তার পিছনে।

★★★★
রাতে শুয়ে শুয়ে আমিন ভাইয়ার বলা কথাগুলো ভাবছিলাম,তার কথাগুলো শুনে তার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গিয়েছে।ঘুম আসছে না।
ছেলেটার মধ্যে অদ্ভুত কিছু একটা আছে।

পরদিন,,,,
আমার কলেজে এখন রোজার ছুটি দিয়ে দিয়েছে,তাই আজ ও সামনের কয়েকদিন আমি বাসায় থাকবো।
আজও আমি রোজা আছি।নিজেকে পাল্টে ফেলবার আপ্রাণ চেষ্টা করছি।
সবাই মিলে ভাইয়ার রুমে বসে গল্প করছি এখন। সবাই মানে আমি,আরিফা,ভাইয়া ও আমিন ভাইয়া।
সে যে কতো রকমের গল্প।আমিন ভাইয়া আজ আর পাঞ্জাবী পড়েনি,,একটা কালো টি-শার্ট আর কালো জিন্স পড়েছে।আসার পর এই প্রথম তাকে মর্ডান লুকে দেখলাম।
এই লুকেও দারুন হ্যান্ডসাম লাগছে তাকে!
ছিঃ ছিঃ কী সব ভাবি আমি?এভাবে কারোর দিকে নজর দিতে নেই।কিন্তু মনকে যে বোঝাতে পারছি না।

আরিফা তখন একটা ভুতের গল্প বলছে,আর আমরা সবাই তা মনোযোগ দিয়ে শুনছি।আমি খেয়াল করিনি যে আমিন ভাইয়া আমার দিকে একবার আর চোখ তাকিয়েই চোখ সরিয়ে নিয়েছিলো।


এভাবে দেখতে দেখতে প্রায় ৮ দিন কেটে গেলো।কাল আরিফারা চলে যাবে।বিষয়টা ভেবে আমার বেশ খারাপ লাগছে।একটা গল্প করার সাথী চলে যাবে।সাথে আমিন ভাইয়ার জন্যেও খারাপ লাগছে।আমার এই পরিবর্তনে তিনি অনেক সাহায্য করেছেন।

সকালে উঠেই সামনে পড়ে গেলো আমিন ভাইয়া।তিনি আমাকে দেখে চোখ নিচু করে ফেললেন।

একটা কথা ছিলো।(আমি)

বলো।(আমিন ভাইয়া)

আমার যদি মনে আর কোনো প্রশ্ন জাগে,,,তাই আমি কী আপনার ফেসবুক আইডি পেতে পারি।(আমি)

কিছুক্ষণ ভাবলো সে,তারপর জবাব দিলো-ওকে।আমার ফেসবুক আইডির নাম আমিন আহসান।সার্চ দিলেই পেয়ে যাওয়ার কথা।আর না পেলে তোমার ভাইয়ার ফোনে আছে।

ঠিক আছে।(আমি)


ওইদিন দুপুরবেলা আমি ফেসবুকে ঢুকে সার্চ দিয়েছিলাম"আমিন আহসান"নামে।এবং পেয়েও গেলাম।তাড়াতাড়ি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম।
আমাকে অবাক করে দিয়ে কয়েক মুহূর্ত পরেই আমিন ভাইয়া রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো!
যেন এটার জন্য সে অপেক্ষা করছিলো!অদ্ভুত।
যদিও আমি মনে মনে বেশ খুশি হলাম।

পরদিন যথাসময়ে আমিন ভাইয়ারা চলে গেলো।আর আমার মনে এক অদ্ভুত অনুভূতি হলো-যেন আমার খুব কাছের কেউ আমার থেকে দূরে সরে যাচ্ছে।



সময় কারোর জন্য বসে থাকে না।সময় নিজ গতিতে চলতে থাকে।সেরকমই চলছে,,কয়েকদিন আগে ঈদ চলে গেলো।এইবারের ঈদে খুব মজা করেছি।সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম।
তবে,,এইসব কিছুর মধ্যে আমার আমিন ভাইয়ার কথা খুব মনে পড়তো।যদিও প্রায়ই কথা হয় তার সাথে এখন,প্রশ্ন করি।একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে আমাদের মাঝে।যদিও আমি তাকে বন্ধুর থেকে বেশি কিছু হিসেবে চাই।কিন্তু জানি না এই বিষয়ে তার মতামত কী?জানতে মন চায় খুব।কিন্তু জিজ্ঞেস করার সাহস আমার নেই।
হয়তো ভবিষ্যত বলে দেবে সে কী শুধুই আমার বন্ধু হয়ে থাকবে?না অন্যকিছু।সেই দিনটার অপেক্ষায় রয়েছি।আশা করবো ভালো কিছুই হবে।




এক রাতে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম,এমন সময়ে ফোনে আমিন ভাইয়ার মেসেজ আসলো।আমি কিছুটা অবাক হলাম,সে নিজের থেকেই আমাকে মেসেজ দিয়েছে!
207 Views
4 Likes
0 Comments
5.0 Rating
Rate this: