লম্পট সিফাতের তানজু

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
শিক্ষা আমাদের প্রত্যেক মানুষের জীবনের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত। শিক্ষা শুধু গুটি কয়েকটি বইয়ের পাতা, অক্ষর, শব্দ, বাক্যে সীমাবদ্ধ নয়। বরং শিক্ষা আমাদের ব্যাক্তিত্ব এবং মন মানসিকতার সাথে জড়িত।

★ ব্যাক্তিত্ব খুব সুন্দর একটি শব্দ। ব্যাক্তিত্ব মানেই আমাদের প্রত্যেকের চাল চলন, ব্যবহার,কথাবার্তা, ফ্যাশন সেন্স, মন মানসিকতা ইত্যাদি। যার personality যত সুন্দর সে ততই উচ্চ সম্মানীয় এবং তার মোহেই ব্যাক্তিত্ব শব্দটি আরও মধুময় হয়ে উঠে💖💖।

★ কি আশ্চর্য রে বাবা??? একজন পরিচিত ভাইয়ের wife এর সাথে কথা হয়েছিলো। হঠাৎ করেই আইডির সামনে চোখ পড়ায় নক করেছিলাম। অপরিচিতা হয়ে কথা বলছিলাম। প্রত্যেকটা কথায় আপা আপা বলে ডেকেছিলাম। কথা বলার দরুন চেষ্টা ছিলো আমার।অনেক প্রশংসাও করেছিলাম। আমি যে একজন মেয়ে সেটা বুঝানোর জন্য তার ভাষ্যমোতাবেক voice ও দিয়েছিলাম।
কিন্তু তার ব্যবহার আমাকে বারবার আশ্চর্যান্বিত করলো। এতোটা শিক্ষার অভাব তার মধ্যে। এতোটা rude behaviour... ছিঃ ছিঃ!!

★ আপনার কারো সাথে কথা বলার ইচ্ছা নাই বা থাকতে পারে। অপরিচিত দূরে থাক,,পরিচিতদের সাথেই তো ভালোভাবে বছরের পর বছর যোগাযোগ হয়না।
অনেকে হয় খুব স্বল্পভাষী,,শান্ত, চুপচাপ।
সেজন্য কেউ এমন কুকুরের মতো ব্যবহার করে? কই?? আমরা তো এমন করিনা। কারো সাথে কথা বলার ইচ্ছা হলে,,কেউ কথা বললে স্বাভাবিক ভাবে conversation হয়। কিন্তু যাদের সাথে বলতে ইচ্ছা হয়না,,বলিনা,,সুন্দর করে কুশলাদি বিনিময় করে "না" বলে দিই।
after all,,,এটাই তো শিক্ষা 🌺🌺। প্রত্যেকেই আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষ। মানুষ হিসেবে সবারই তার প্রাপ্য সম্মান পাওয়ার অধিকার আছে। এটা কেড়ে নেওয়ার আপনি বা আমি কেউ নই।

★ভীষন বলতে ইচ্ছে করছে,,,ভাইয়া আপনার বউয়ের ব্যবহার অত্যন্ত রুক্ষ। কাকে ভালোবাসেন এতো পাগলের মতো?? এ তো নর্দমার কীট। মেয়েটাকেও বলতে ভীষণ ইচ্ছা করছিলো_ মানুষ হিসেবে মানুষের সাথে তো ভালো ব্যবহার করতে জানো না। কিন্তু,, এই পুরুষ, সেই পুরুষ, দেবর, ভাসুর দের সাথে ঠিকই রাত ২টা,৩টায় কথা বলতে পারো। নিজের স্বামীকে কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা বলতে পারো। manners নাই

★ ভেয়াদভ ফালতু নারী।
আমাদের প্রত্যেকেরই জীবনে সঠিক শিক্ষা নিয়ে বাঁচা উচিত 😌💐
396 Views
7 Likes
3 Comments
3.0 Rating
Rate this: