ভূমিখেকো

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
জমির তরে, ‘মানুষ মানুষকে মারে;
অমানুষ সে; শুরু করেছে পাগলামি!
ধর্ম কর্ম ছেড়ে, শুধু যে ঝগড়া করে;
ঘাতক সে; নয় প্রভুর করুণাকামী!
দ্বন্দ্ব বারে বারে,জীবনের আনন্দকে কাড়ে,
হত ভাগ্য সে; শয়তানের অনুগামী।
ন্যায্যকে ছুঁড়ে, অনুতাপে অশ্রু না ঝরে;
দাম্ভিক সে; করেনা তো স্রষ্টার গোলামি!

হতে সে জমিদার, করেনা সদাচার";
ভাবেনি সে; দাতা সেই সর্বজ্ঞ,ভূস্বামী!
সত্য সমাচার, পতন হবেই তার ;
দেখেনি সে; দেখতে পাবে জগত ভ্রমি ৷
লোলুপতা করেছে ভর ,মৃত্যুর পর
পাবে কি সে, মাত্র সাড়ে তিন হাত জমি?
78 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this: