মাতৃভূমি

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
ওই যে দেখো পূর্বাকাশে
টগবগিয়ে হেসে হেসে
রক্তিম হয়ে ওঠে রবি ৷
লাল আভা ফেড়ে আকাশের বুক
তারি পরশে ওড়ে ডাহুক
যেন প্রকৃতির নীলাভ কবি ৷

শীতের সকালে পাখিরা দোলে
টি-টি কলরবে ডাকে উত্তালে
খোঁজে স্বাদের মধু ৷
দেখো কি তবে সুনীল নহরে
নিয়ম করে প্রত্যহ ভোরে
কলসি কাঁখে যায় পল্লী বধূ ৷

মাটির কতক হাত ওপরে
বড় লম্বা গাছের ফোকরে
ডালিম গাছের কাঠবিড়ালি
চোখের পলকে হয় আড়ালি ৷
ওই কাঠবিড়ালির দল ,
ডালিম খেয়ে দানা ফেলে
সূর্যকিরণে অর্ধ ফলে
টুকটুকে লাল রং করে ঝলমল ৷

ওই তো আজি সুজন মাঝি
নাও ছাড়লো তুললো পাল ৷
গলা ছেড়ে ধরল গান
দক্ষ মাঝির সুরেলা টান
নদীর কলকল গুঞ্জন দেয় তাল ৷

কিশোরীরা সব নদী তীরে
ছোটাছুটি করে বালুচরে ৷
খোঁপায় গুঁজে পদ্ম
খেলার মাঝে মত্ত থেকে করে আনন্দ ৷

প্রজাপতি সবে
ডানা মেলে যবে
সন্ধ্যার ছায়ায় ছেয়ে যায় পাহাড়
গোল সূর্য ডুবু ডুবু
দোলা দেয় অর্ণব অম্বু
সব গ্রাস করে নেয় আঁধার ৷

সেই আঁধারে অস্ত রবির রক্তিম প্রভায়
হিম শীতল বাতাসের শোভায়
সৈকতেরই বালি
হয়ে গেল সোনালী
সূর্য বুঝি তলিয়ে গেল কালচে সাগরে
অস্ত গেল রবি
মানসপটে গাঁথল সে ছবি
মুচকি হাসি উঠল ফুটে অধরে ৷

মুগ্ধ হৃদয় কাঁপে
এরূপ অপরূপ রূপে
তোমাকে দেখে হে মাতৃভূমি
তোমার পরশে এক নিমিষে
সব ব্যথা ভুলে যাই আমি ৷

তবু কষ্ট নাড়া দেয় এই অন্তরে
কারণ তোমায় ছেড়ে একদিন যেতে হবে চিরতরে ৷
79 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this: