ওগো আমার এই প্রাণের প্রিয়তমা,
তুমি যে মহীয়সী, গরীয়সী, সাহসী,
তুমি হে আমার নিকট অতি উত্তমা,
আহ! কতকাল যে দেখিনি মুখে হাসি
তোমার মত ছিল না সহাস্য প্রতিমা,
করুণ দৃষ্টে চেয়ে আছো কেন রুপসী?
বলো, কী দিয়ে? কাকে দিয়ে? দেই উপমা?
বোঝাতে পারব না কতটা ভালবাসি।
করো না তুমি গগনবিদারী ক্রন্দন;
একটু হাসবে কি? আমি মৃত্যু শয্যায়!
প্রিয়ে, অটুট তো থাকবে এই বন্ধন;
একটি বার হাসি মুখে দাও বিদায়।
হে প্রিয়তমা, করো না অশ্রু বিসর্জন;
কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করো আমায়।
প্রিয়তমা
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
30
Views
0
Likes
0
Comments
4.0
Rating