ভাগ্য

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
কখনো কখনো আপনি আপনার সর্বোচ্চ পরিশ্রম করেও স্রেফ ভাগ্যের কাছে হেরে যাবেন। ভাগ্য মানুষকে এমন অনেক জায়গায় নিয়ে যায় যেখানে শুধু পরিশ্রম দিয়ে পৌঁছানো যায় না। পড়াশোনা, পরিবেশ, সুযোগ- সুবিধা পরিশ্রম সবদিক থেকে আপনার চেয়ে পিছিয়ে থেকেও দেখবেন কেউ কেউ জীবনে অনেক ভালো কিছু করছে। ভাগ্য তাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। সবার ক্ষেত্রে লাক ফেভার করে না। তাই সর্বোচ্চ চেষ্টা করেও কেউ কেউ জীবনে সবকিছুতেই থেকে যায় আন্ডাররেটেড। তারা কখনই নিজের পটেনশিয়াল কে মিট করতে পারে না। নিয়তির কাছে হেরে যাওয়ার মতো বাজে আক্ষেপ জীবনে আর কিছুতে হয় না।
387 Views
10 Likes
0 Comments
3.0 Rating
Rate this: