বাংলাদেশের ভুতুড়ে স্থানসমূহ 👻

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
ঢাকা এয়ারপোর্ট রোড:
ঢাকার সবচেয়ে প্রাচীন মহাসড়কগুলোর মধ্যে এটি অন্যতম।এটি একটি ব্যাস্ত তম সড়ক।
আমরা অনেকেই হয়তো জানি,এর সাথে জড়িয়ে রয়েছে নানান ভুতুড়ে ঘটনা!
গভীর রাতে এখানে অশরীর দেখা পাওয়া যায়-অনেকেই করেছেন এমন দাবি।
গাড়ি চালাতে চালাতে হঠাৎ চালক আবিষ্কার করেন,বিপরীত দিক থেকে সাদা কাপড় পরিহিত এক নারী অসম্ভব দ্রুত গতিতে গাড়ির দিকে ধেয়ে আসছে!
অনেক চালকই ভয় পেয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন।
কারোর কারোর মতে,এই অশরীরী কোন গাড়ি বা মানুষকে স্পর্শ করে না,ভয় দেখিয়ে দুর্ঘটনা ঘটানোই এর মূল উদ্দেশ্য।
ভয় পেলেও গাড়ির নিয়ন্ত্রণ হারানো যাবে না,এতে মুক্তি মিলতে পারে এই অশরীর হাত থেকে।

এই নিয়ে কথিত আছে একটা গল্প,
অনেক বছর আগে নাকি এখানে একজন মহিলা তার পুরো পরিবারসহ এই রাস্তায় দুর্ঘটনায় পড়ে নিহত হন।
তার প্রতিশোধ নিতে আজও এই রাস্তাতে ঘুরে বেড়ায় এই নারী।
অন্যদের দুর্ঘটনায় ফেলাই তার আনন্দ!

আপনি যদি চানও তবু দিনের বেলায় এর দেখা পাবেন না।
যদি দেখা পেতে চান,যেতে হবে নির্জন কোন এক রাতে।
কিন্তু,দুর্ঘটনা ও মৃত্যুর ঝুঁকি থেকেই যাবে,কথাটি কিন্তু ক্ষণিকের জন্যও ভূলবেন না।

205 Views
2 Likes
0 Comments
1.0 Rating
Rate this: