আমি বই পড়ি,
নিজেকে বড় না,
ছোট মনে করি।
আমি বই পড়ি,
বড়দের সম্মান করি।
আমি বই পড়ি ,
মিথ্যা না সত্যি কথা বলি।
আমি বই পড়ি,
মা বাবার সেবা করি।
আমি বই পড়ি,
ছোটদের স্নেহ করি।
আমি বই পড়ি,
সুন্দর জীবন গড়ি।
আমি বই পড়ি,
জাতির জন্য মরি।।
বইয়ের শুভাস
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
676
Views
23
Likes
2
Comments
4.0
Rating