
প্রিয় পুরুষ
ভুল হয়েছে ফিরে গিয়ে,
ক্ষমা করে দিবেন।
জানি না আর ফিরবো কি না _
তবে না ফেরারই চেষ্টা করবো।
জানেন তো,,সমপর্কে ভালোবাসার ছোট ছোট
ঘটনা গুলোকে কেন্দ্র করে,,,
হওয়া রাগ অভিমান ঝগড়াগুলো খুবই মধুর হয়।
কিন্তু সমপর্কের মৃত্যু ঘটে তখন_
যখন কি না_ বিশ্বাস ভাঙে, তৃতীয় ব্যাক্তির
আগমন ঘটে, আর .....