তুমি হীন সিজন- ২, পর্ব- ২
নিলয় আরও গভীরভাবে লাকির বুকে মাথা লুকিয়ে ফেলে। নিঃশব্দে কাঁদতে থাকে। লাকি কিছুই বুঝতে না পেরে অস্থির হয়ে পড়ে। নিলয়ের মাথায় হাত রেখে শান্ত স্বরে বলে,
“সব ঠিক হয়ে যাবে, বলো তো কী হয়েছে। আমি তো আছি তোমার পাশে।”
নিলয়ের অশ্রুভেজা চোখ যেন লাকির ভালোবাসায় একটু একটু করে শান্ত হতে থাকে। নিলয় নিঃশব্দে থাকে, কিন্তু লাকির আলিঙ্গনে যেন সে একটু সাহস পায়। দুইজনে চুপচাপ। তবুও লাকি নিলয়কে বুকের মধ্যে আরও শক্ত করে জড়িয়ে ধরে। কান্না থেমে গেছে।
লাকি আস্তে করে বলে, “চলো রুমে যাই।”
নিলয় উঠে দাঁড়ায়। হেঁটে চলে রুমের দিকে। লাকি তাকিয়ে থাকে তার পেছনে। ডাইনিংয়ের সবকিছু গুছিয়ে রেখে লাকিও রুমে যায়।
নিলয় শুয়ে আছে। লাকি রুমের সৌন্দর্য বাড়ানোর জন্য রুমের RGB স্ট্রিপ লাইটগুলো অন করে। আলো কমিয়ে দিয়ে স্পিকারে সূরা মূলক চালু করে দেয়। কোনো কথা না বলে, সে চুপচাপ নিলয়ের পাশে শুয়ে পড়ে। ছোট রুমে নানান রঙের আলো উঠানামা করছে, আর সূরা মূলকের সুর চারদিকে নীরবতা সৃষ্টি করেছে। এই সুর যেন হৃদয়ে এক অন্য রকম শান্তি এনে দিচ্ছে।
তবুও, দুইজনেই চুপচাপ। নিলয় এক পলকে তাকিয়ে থাকে আলোর দিকে। হঠাৎ, লাকি আস্তে করে নিলয়ের বুকে মাথা রাখে। শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ চুপ থাকার পর লাকি বলে,
“কি হয়েছে তোমার?
নিলয় গভীর শ্বাস ফেলে।
আবারও নিরবতা চুপ করে থাকে দুইজনে।
নিলয়ের কণ্ঠ ভারী, তবুও সে ধীরে ধীরে থেমে থেমে মুমমুমের গল্প শুরু করে। তার প্রথম ভালোবাসা, বিচ্ছেদ, আর সেই চরম সত্য যে মুমমুম আর পৃথিবীতে নেই। নিলয়ের কণ্ঠ ভিজে ওঠে, চোখ দিয়ে অশ্রু গড়াতে থাকে।
লাকি মনোযোগ দিয়ে সব শোনে। তার চোখেও জল চলে এসেছে, কিন্তু সে নিজেকে শক্ত রাখে। নিলয়ের হাত ধরে বলে,
“তুমি এখন একা নও। আমি আছি তোমার সাথে। আমরা একসঙ্গে সবকিছু সামলাতে পারব। মুমমুমের কথা ভেবে কষ্ট পেয়ো না। তোমার কষ্টগুলো আমার সাথে ভাগ করতে পারো। আমি তোমাকে ছেড়ে যাব না। তোমার এই অনূভুতির কষ্ট তোমাকে মানুষ হিসেবে আরও গভীর করেছে। আমি গর্বিত যে তোমার মতো একজন ভালোবাসতে জানা মানুষের সঙ্গিনী হতে পেরেছি। ”
নিলয়ের চোখ ভিজে যায়। সে লাকির দিকে তাকিয়ে থাকে কিছু বলে না,
লাকি আবারো শক্ত করে জরিয়ে ধরে বুকের অপর মাথা দিয়ে শুয়ে থাকে। সূরা মূলকের সুর আর রঙিন আলো তাদের চারপাশে মায়াবী আবহ তৈরি করে। সেই মুহূর্তে তাদের মনে হয়, পৃথিবীর সবকিছু থেমে গেছে। শুধু তারা দুজনেই আছে। নিলয় ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। লাকি তার পাশে জেগে থেকে নিলয়ের শান্ত মুখের দিকে তাকিয়ে থাকে। তার মনে হয়, এই মানুষটার জন্য যে কোনো কষ্ট সে হাসিমুখে সহ্য করতে পারবে।
ফজরের আযান ভেসে আসতেছে লাকি জাগনা পেয়ে নিলয় কে ও জাগিয়ে তুলে।
সালাত আদায় করে নেয় দুইজনে।
সালাত আদায় শেষে নিলয় লাকিকে বলল, "চলো, আজকে ভোরের সৌন্দর্য উপভোগ করি।"
লাকি একটু অবাক হলেও খুশি হল। ব্যস্ত জীবনের মাঝে এমন মধুর ভোরের ডাক পাওয়ার সৌভাগ্য ক'জনেরই বা হয়! লাকি একটি শাল গায়ে জড়িয়ে নিল, আর নিলয় হাত ধরল তার।
তারা দু'জন বেরিয়ে পড়ল। চারদিকে তখনো নিস্তব্ধতা, পাখিদের কিচিরমিচির শব্দ ভেসে আসছে। হালকা কুয়াশা, রোদ ওঠার প্রস্তুতি। হাঁটতে হাঁটতে পুকুরে পাড়ের দিকে নিয়ে গেল নিলয়। লাকি বলে উঠল, "এত সুন্দর! মনে হচ্ছে যেন প্রকৃতির কোলেই আছি।"
তারা পুকুর পাড়ের ধারে বসে সূর্যোদয়ের অপেক্ষা করতে লাগল। নিলয় লাকির দিকে তাকিয়ে বলল, "তুমি জানো, এই ভোরের আলোয় তোমাকে আরও সুন্দর এবং অনেক মায়াবী লাগতেছে মনে হচ্ছে যেন তোমার মাঝে হারিয়ে যাই আর ফিরে না আসি তোমায় মাঝেই থেকে যাই সারাটা জীবন " লাকি লজ্জায় মাথা নিচু করে বলল, "তুমি না, এমন করে বলো কেন?"
সূর্য উঠে আসার সঙ্গে সঙ্গে চারপাশ রাঙা হয়ে উঠল। লাকি আর নিলয় একে অপরের হাতে হাত রেখে সেই সৌন্দর্যের অংশ হয়ে থাকল কিছুক্ষণ। তাদের মনে হল, জীবনের প্রতিটি ছোট ছোট মুহূর্ত এমনই সুন্দর—যদি আমরা তা উপলব্ধি করতে জানি।
চলবে..
★"ভালোবাসা মানে কারো অতীত ভুলিয়ে দেওয়া নয়, বরং তার সঙ্গে থেকে ভবিষ্যৎ গড়ে তোলা।"★
তুমি হীন সিজন ২
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
171
Views
1
Likes
0
Comments
5.0
Rating