নক্ষত্র
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
নিরুর বিয়ে হয়েছে ১ বছর হবে। নিরুর লাইফ পার্টনার রাতুল। রাতুল সেনাবাহিনীতে চাকরি করে।নিরু বাসায় একাই থাকে সাথে একটা কাজের মেয়ে থাকে যার নাম রেনু। রাতুলের চাকরির জন্য সব সময় বাইরেই থাকতে হয়। রাতুল এখন অনেক খুশি কারন রাতুলের ঘরে নতুন অথিতি আসতে যাচ্ছে। সে খুবই আনন্দিত। সে এটাও ভেবে রেখছে যে তার নামের সাথে নাম মিলিয়ে মেয়ে হলে নাম রাখবে রাত্রি আর ছেলে হলে নাম রাখবে রাত।নিরুর এখন বাসায় একা থাকতে ভয়ও হয়। বেচারা রাতুলও চায় এসময়ে নিরুর পাশে থাকতে। কিন্তু রাতুলেরও কিছু করার নেই এই ভেবে নিরু রাতুলকে কিছু বলে না। নিরুরও প্রায় সময় হয়ে এসেছে একটা ফুটফুটে সন্তান জন্ম দেওয়ার। অনেক দিন হয়ে গিয়েছে রাতুলও বাসায় আসতে পাচ্ছে না। একদিন রাতে চারদিকে অনেক ঝড় হচ্ছিল প্রচুর বৃষ্টিও হচ্ছিল বিদুৎ চমকাচ্ছিল।নিরু এশার নামাজ পড়ে বসে আছে। হঠাৎ নিরুর পেইন হতে শুরু করল। নিরু রেনুকে ডাকলো,রেনু রাতুলকে ফোন দিলো।রাতুল বললো পাশের বাবার এক কাকাকে ডাকতে।রেনু অনেক ঝড়ের মধ্যে বৃষ্টিতে ভিজে গেল কাকার বাসায় কাকাকে ডাকতে।কাকাকে সব বললে কাকা বৃষ্টিতে ভিজে অনেক কষ্টে একটা গাড়ি জোগাড় করলো।তারপর কাকা আর রেনু নিরুকে নিয়ে চললো হাসপাতালে।নিরু ব্যাথায় কান্না করছে আর আল্লাহকে ডাকছে।কিছুক্ষণ পর পৌছালো হাসপাতালে।হাসপাতালে কোন ডাক্তার নেই নার্সও তেমন নেই।হাসপাতাল থেকে কাছেই একটা ডাক্তারের বাসা।কাকা বৃষ্টিতে ভিজে গেল ডাক্তারকে ডাকতে। একটা নার্স এসে নিরুকে বেডে শুয়িয়ে স্যালাইন দিতে লাগলো ওদিকে রাতুল তো চিন্তায় অস্থির একবার নিরুকে ফোন দিচ্ছে আরেক বার কাকাকে কিন্তু তাড়াহুড়ায় কেউ বাসা থেকে ফোন আনেনি।রাতুল অনেক কষ্টে ছুটির ব্যবস্থা করলো।রাতুলের মনে হচ্ছিল এখনই চলে যাই। রাতুল সব গুছিয়ে নিয়েছে এখনই চলে আসবে,রাতুলের স্যার এই ঝড়ের মধ্যে রাতুলকে আসতে দিলো না। কাকা ডাক্তারকে ডেকে নিয়ে আসলো শুরু হলো নিরুর অপারেশন।
220
Views
4
Likes
0
Comments
5.0
Rating