বদলে যাবো, বদলে যাবো বলেও_
অনেক নারী বদলায় না।
কালবৈশাখী ঝড়ের মতো জীবনটা উলটপালট
হয়ে গেলেও তারা বদলায় না_
নারী বদলায় _হুট করে,চুপিসারে, নিভৃতে
একবার বদলে গেলে তাদের কে
আর না ধরা যাবে, না ছোয়া যাবে।
নারী বদলে গেলেই ধ্বংসের সৃষ্টি
নারীকে পরিবর্তন হতে বাধ্য করো না
একবার নারী বদলে গেলে
সব অধিকার হারিয়ে বসবে!!
নারী একবার বদলে গেলে_
কভু আগেরও রুপে ফিরিবে না।
নারী যতটা শিমুল তুলার মতো কোমল,স্নিগ্ধ
ততটাই ভঙ্গুর হতে পারে, শক্ত, দুরূহ
নির্মম হতে জানে।
নারীকে ভালোবাসার যত্ন, আদর,শাসনে
রেখো।।
অত্যাচারে অত্যাচারে অগ্নিশিখা করিয়া তুলিও না!!!
রমনী
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
551
Views
17
Likes
1
Comments
4.7
Rating