রূপসী রাজকন্যা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
*** কনে সাজে রজনীগন্ধা ফুলের তৈরি বাসর ঘরে বসে আছি। ফুলের গন্ধে বমি লাগছে। মাথার রগ দিপ দিপ করে লাফাচ্ছে।😰

দুনিয়ার সব কিছুই অসহ্য লাগছে। মনে হচ্ছে একটা ব্লেড দিয়ে হাতে একটা পোচ মারি,ব্যস সব শেষ। খুব ভালো শিক্ষা হবে জোর করে বিয়ে দেবার।😁😁

বিশেষ করে ছোট চাচীর, বিদায়ের সময় ছোট চাচীর কানে বলে এসেছি " আমি এতিম বলেই এমনটা করতে পারলে " 😢😢
আসলেই তো, আমি এতিম বলে আমার কোনো মূল্যই রইলো না।😓😓

আব্বা আর এরপর বিয়ে করেন নি। আমার কথা ভেবে যে করেন নি তা না, ব্যবসা থেকে সময় বের করতে পারেন নি।

তবে আব্বাও আমার ষোলো বছর বয়সে হঠাৎ মারা যান।😭

জেলা শহরে আমাদের বেশ বড় দোকান আছে।ব্যবসায়ী হিসাবে আমাদের পরিবারের বেশ নামডাক।

আমার তিন চাচা ও চাচাতো ভাইয়েরা সবাই ব্যবসাতেই জড়িত। আমাদের পরিবারের মেয়েরা বড় হয় বিয়ে, বাচ্চা পালন, সংসার এসব মাথায় নিয়ে।

এ পরিবারে যারা বিয়ে হয়ে আসে তারাও সংসার মাথায় নিয়েই আসে। পড়াশোনা, চাকরি তো প্রশ্নই আসে না। আমার চাচা কিংবা ভাইয়েরা বউদের যথেষ্ট ভালোবাসে ও সম্মান করে।

মোটকথা, মোটামুটি রক্ষণশীল যৌথ পরিবার আমাদের। সবাই সুখী, সবাই মিলেমিশে আছে।

এ পরিবারে আমিই একমাত্র ব্যতিক্রম ছিলাম।বাপ মা নাই বলে কোনদিন অবহেলা হয়নি কিন্তু কেন জানি আমি বিয়ে আর সংসারই জীবনের সবকিছু তা মেনে নিতে পারি না।

মেয়েদের কলেজের শুরুতেই এ পরিবারে পাএ দেখা শুরু হয় এবং এক বছরের মধ্যেই বিয়ে হয়ে যায়।

কিন্তু আমি অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়তে পেরেছি অনেক ঝুঁকি ঝামেলা সামলে। অবশ্য আমাকে পুরো সাপোর্ট দিয়ে সবসময় আগলে রেখেছিল আমার ছোট চাচী।

অথচ ছোট চাচীই অনেক টা জোর করে সবাইকে রাজি করায় এখানে বিয়ের ব্যপারে। কেন এমন করলো ছোট চাচী,,?😔😔

ছোট চাচী আমার চেয়ে বয়সে সাত,আট বছরের বড় কিন্তু উনার পরম যত্নে আর সহযোগিতায় আমি উনাকে বন্ধু ভাবতাম, মায়ের জায়গা দিয়েছিলাম।

অথচ উনি কি করলো ! মেজো চাচীর মেয়ে লিনা আমার চেয়ে ছোট কিন্তু বিয়ের উপযুক্ত। ওকে বিয়ে দিলে সে কখনোই না করতো না।

কিন্তু আমাকেই কেন দিলো ! আমি এতিম বলে ! 😔😔 হ্যাঁ সেটাই !

কারো কথা বাদ দিয়ে আমাকে এখানে বিয়ে দেয়ার একমাত্র কারণ পাএ দেখতে কালো। হয়তো শ্যামলা কিন্তু আমাদের পরিবারে শ্যামলা মানেই কালো।

আমরা সবাই ফর্সা বলা চলে চাচা -চাচী,ভাই - বোন, ভাবী, দুলাভাই সবাই। আমাদের পরিবারে কোনো কালোর ছিটেফোঁটা নেই।

সেখানে আমাকে কেন তারা কালোর সাথে বিয়ে দিলো,,? ছেলে শুধু বড় ব্যবসায়ী বলে,,?



চলবে,,,,
403 Views
7 Likes
0 Comments
3.7 Rating
Rate this: