একটি অপূর্ণ ভালবাসা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
মেয়েটির নাম গোলাপ... (ছদ্মনাম)

মেয়েটি দেখতে সুন্দর গায়ের রং সাদা বর্ণের,
সুন্দরী মেয়েটি খুব সহজ সরল এবং সবাইকে বিশ্বাস করে, সবাইকে তার কথার মাঝে আপন করে নিতে পারে, কিন্তু সেই বিশ্বাসই তার জীবনে কাল হয়ে দাঁড়ায় ।

তার বড় হওয়াটা এক গোলক ধাঁধাঁর মতো..
মেয়েটি ছিল খুবই সাধারন,
মেয়েটি যে ছোট বেলা থেকে খুব আদরে বড় হয়েছে , তার বাবা মায়ের সম্পর্কটা ভালো না হওয়ায় সে নানি বাড়িতে বেড়ে ওঠে,তবে তার বাবা মা ও তার সাথেই থাকতো, অতি আদরের হওয়াতে তাকে কেউ বকাবকি করত না।

এভাবে দেখতে দেখতে সে বড় হয়ে যায়, এক সময় ক্লাস এইটের সামনে এক্সাম চলে আসে।ফাইনাল এক্সাম হওয়াতে সে খুব নার্ভাস ছিল, প্রাইভেট শিক্ষক তাকে এক্সাম হলে সিট খুঁজে দিয়ে চলে আসে হঠাৎ মেয়েটি একটি ছেলের দিকে চোখ পড়ে এক পলকে দেখে সে বুঝতে পারে ছেলেটি অনেক স্মার্ট সাদা বর্ণের, গায়ে চেক শার্ট, সম্ভবত ছেলেটিও তাকে নোটিশ করেছে, এতগুলো মানুষের মধ্যে মেয়েটি নজর সেই ছেলেটির দিকে পড়ে পরে মেয়েটির চোখ সরিয়ে নেয়।

এক্সাম শুরু হয় পরে মেয়েটি বুঝতে পারে সেই চেক শার্ট পরা ছেলেটি তার পিছনে ছিটে বসা, ছেলেটি গোলাপকে কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই কিন্তু মেয়েটি উত্তরটা জানা সত্ত্বেও তাকে জানায়নি , কারণ মেয়েরা একটু কনজারভেটিভ মাইন্ডের হয়। নিজে কষ্টে করে পড়ে সে কেনই বা কাউকে জানাবে তারপর এটা ফাইনাল এক্সাম।
এভাবে কিছুক্ষণ চলতে থাকে এক সময় এক্সামটা শেষ হয়ে যায়। তারপর সবাই যে যার মত চলে যায়,

নেক্সট এক্সাম...
আশা করি আমার গল্পটা আপনাদের সকলের পছন্দ হয়েছে, আমার গল্পটি ভালো লাগলে আমাকে ফলো দিয়ে রাখুন, পরবর্তী গল্পের পাটের জন্য কমেন্ট করুন...
ধন্যবাদ
422 Views
10 Likes
2 Comments
4.8 Rating
Rate this: