অচেনা এক কন্ঠের সুর

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
আমি দরজা আটকে আলো নিভিয়ে কাপড় খুলে ফেললাম,,
অন্ধকারে মোবাইলের আলোতে পাতলা একটা নাইট ড্রেস খুঁজে বের করলাম।রিসেন্টলি এক মেয়ে কলিগের সাথে মার্কেটে সেটা পছন্দ হয়েছিল।

স্লিভলেস ড্রেসটা দেখে মনে হলো,,এটা পড়ে খুব আরামের ঘুম হবে।

আরাম করে যখন বিছানায় শুয়ে কাঁথা টানতে গেলাম,, তখন টের পেলাম বিছানায় কে যেনো শুয়ে আছে।

আতকে উঠে এক চিৎকার করে উঠলাম ! কয়েক সেকেন্ড সময় লাগলো বোধহয়। তার পরেই সায়মন আমার মুখ চেপে ধরলো দুই হাতে,,

" " আরে আজিব কারবার ! তুমি চিল্লাচ্ছো কেন এই রাতের বেলা,,? "
আমি ওর হাত মুখ থেকে সরিয়ে বুকে থুতু দিলাম।

আমি : " কখন এসেছ রুমে,,?
এরকম চোরের মত ঘাপটি মেরে শুয়ে ছিল কেন,,?

সায়মন : চোরের মত,,? 😱😱
আমি ঘুমাতে আসছি। ঘুমাতে এসে কি ঢোল পিটাবো নাকি,,?
তোমার তো কোনো দিকে খেয়াল নেই। সেটা আমার দোষ,,?

আমি বেশ বিরক্ত হয়েছিলাম।সায়মন জানালা গলে আসা আলতো চাদের আলোয় আমাকে মুগ্ধ হয়ে দেখছিলো।

অন্ধকারে আমি কিছুই বুঝি নি।তাই আবারো কাঁথা টেনে শুয়ে পড়লাম।
তখনই পিছন থেকে জড়িয়ে ধরে চুলে মুখ গুজে থাকলো।

বিয়ের পর এই প্রথম সে এই কাজ করেছে। আমি হতভম্ব হয়ে শুয়ে থাকলাম।
আমার সাথে মিশে থেকে ধীর তালে বলল,,

" আজকের রাতটা অন্য রকম না,,?
আবেগে আমার কন্ঠ বুঁজে আসছিলো। কোনো মতে বললাম,, " হু "

" অন্য রকম সুন্দর লাগছে আজ,, আমি চুপটি করে ওকে বোঝার চেষ্টা করছি।

সারাদিনের ক্লান্তি শরীরে ভর করেছে। এখন বুঝি আর আমার শান্তির ঘুম দেয়া হবে না !

সায়মন আমাকে আরো অবাক করে প্রস্তাব দিল,," চলো চাঁদের আলোয় বসে গল্প করি,,💖💖

আমি মনের ভিতরে থাকা বিরক্তি টুকু উগলে দেয়ার চেষ্টা চালালাম,,

আমি ; ঘুমাই না আজকে,,,?
খুব টায়ার্ড লাগছে,,

সায়মন ; আমারো তো লাগছে,, আচ্ছা বেশি জাগবো না।
কিছুক্ষণ,, আমি জোর করে মাথা নেড়ে " না" করি।
সে আবারো অনুরোধ করে‌ " প্লিজ !

সায়মন ; তোমার মাথায় বিলি কেটে দিবো,, " চলো "
অবাক কান্ড ! বিয়ের পর থেকে আমাকে দিয়ে সে নিয়মিত এই কাজ করিয়ে নিচ্ছে।

অথচ আজ মাথায় বিলি কাটবে,,? 🤔🤔

অসম্ভব ! আমার চাহনিতে অবিশ্বাস দেখে সে হেসে বলল,,, সত্যি সত্যিই দিবো,,

আবছা আলোয় ওর হাসি দেখে মনে হলো,, এই হাসি দেখে আমি শত সহস্রবার মরতে পারবো☺️☺️

বুকের ভেতর কেমন যেনো করে উঠলো।
মাঝে মাঝে,,,


চলবে,,,,
156 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this: