স্বাধীন: শোন বিক্রমপুরে তো সেরকম মানুষের বসবাস ও নেই। এরকম একটা জন মানবহীন জায়গায় তোর কোম্পানি কিনতে গেল কেন??
শাফিন :কি আশ্চর্য সেসব কি আর আমি জানি!!!! আমি কি আর কোম্পানি চালাই নাকি,,,,, এখন বল কি করব....??
স্বাধীন: কি আর করবি যেটা তো এখন হবেই....
শাফিন :তাহলে আর কি আর করার তাহলে চলো আমরা এখন বের হই; সেখানে যাওয়ার পর হয়তোবা, আমাদের কিছুদিন বিক্রমপুর থাকতে হতে পারে ,দেয়াল তোলা পর্যন্ত।
তারপর তারা দুজনে রেডি হয়ে সাফিনের কিনা নতুন গাড়ির দিকে এগিয়ে যায়। তারপর তারা শহরের অলিগলি রাস্তা পেরিয়ে প্রধান রাস্তায় গিয়ে ওঠে। তারপর তারা শহর ছেড়ে যখন বেরিয়ে আসে। সূর্য তখন মাথার উপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। মেঘাচ্ছন্ন আকাশের ধূসের রং মিলিয়ে কেমন যেন অদ্ভুত কালচে রং ধারণ করেছে পুরো আকাশটা । এর মধ্যে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে।
শাফিন: উইন্ডো গ্লাসটা তুলতে তুলতে বলল কিরে ক্লান্ত লাগছে আমাকে দে আমি ড্রাইভ করি। তুই বরংচ একটু বিশ্রাম কর।
স্বাধীন: আরে না, আমি চালিয়ে নিতে পারব । আর কতক্ষণ লাগবে বলতে পারিস।
শাফিন: এইতো আর অল্প কিছুক্ষণ,,,, আর একটু সামনে গেলে গ্রামে কাঁচা রাস্তা দেখা যাবে। সেদিকেই বরং গাড়িটা ঢুকিয়ে দিস।
স্বাধীন: আচ্ছা ঠিক আছে............
বিক্রমপুর গ্রামের রাস্তার কাছাকাছি যখন পৌঁছায়;.... রাত তখন প্রায় আটটা বাজতে চলেছে। গাড়ির হেডলাইটের তীব্র আলোয় রাস্তাটি দেখতে পেলো স্বাধীন। রাস্তাটি এত অন্ধকার যে দূরে তাকালে কিছুই দেখা যাচ্ছে না। চারিপাশে শুধু গাছ আর গাছ মাঝে মধ্যে দুই একটা রোড লাইট চোখে পড়ে।
হাফিনের কথামতো গাড়িটা এক সাইডে দাঁড় করায়;;; দুজনে গাড়ির ভিতরে রেইনকোট পড়ে নেয় মুষলধারে বৃষ্টি পড়ছে।
যেন মনে হচ্ছে শহরের সব জায়গার তুলনায় এই জায়গায় বৃষ্টির পরিমাণ ভয়ানক ভাবে বেশি।
শাফিন: দেখ স্বাধীন তোকে একটা জিনিস দেখাই,,,,, এই বলে সারা দিনের হাত ধরে গ্রামের রাস্তার দিকে এগিয়ে যেতে থাকে। গ্রামের ঝগড়ার পেরিয়ে হাইওয়ে রোড পেরিয়ে তারা বিক্রমপুর গ্রামের সেই রাস্তা গিয়ে পৌঁছায়।
শাফিন উবু হয়ে রাস্তা থেকে কিছুটা আলগা মাটি তুলে এনে স্বাধীন কে দেখায়।
স্বাধীন: কি এটা....!‽‽‽ এত রাতে বৃষ্টির মধ্যে শাফিন মাটি দেখাচ্ছে স্বাধীন কিছুটা বিরক্ত হলো""" বোললো .......আরে দূর কি এটা .......!
শাফিন: আ**হা .... ধরেই দেক না ........!!!!
স্বাধীন: মাটিটা হাতে নেওয়ার ভীষণভাবে অবাক হয়ে যায় মাটিতে আশ্চর্যজনক ভাবে খুবই শুকনো ...!¡
স্বাধীন কোনোভাবেই ভেবে পায় না,,, এত বৃষ্টির মধ্যে এই রাস্তার মাটি এত শুকনো কেন....!¡
যেখানে তারা একটু আগেই কাদামাটি মেখে এই রাস্তায় এসে পৌঁছায়। মনে হচ্ছে রাস্তার এক পাশে বৃষ্টি হতে হতে আর এক পাশে গিয়ে থেমে গেছে। বৃষ্টি হচ্ছে কিনা সেটা বোঝার জন্য স্বাধীন উপরের দিকে তাকায়,,........ সাথে সাথে মুখে পানির ফোঁটা এসে পড়ে..........!!!!!!
এবার স্বাধীনের গলায় বিস্ময়ের সুর বৃষ্টি তো হচ্ছে তারপর ও মাটিটা তো শুকনো কেন........? বল তো .....?
.........চলবে........
__পরবর্তী পর্বের জন্য অপেক্ষা কর....ধন্যবাদ ।
আলো
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
231
Views
9
Likes
4
Comments
4.3
Rating