এসব সত্ত্বেও এক ঝিঁঝিঁ ডাকা কৃষ্ণ পক্ষের রাতে আমাদের মানসিক দূরত্ব না ঘুচলেও শারীরিক দূরত্ব ঘুচে গেল।
হয়তো এটাই আমাদের প্রাণীগত বৈশিষ্ট্য বলে,, ঘুম, ক্ষুধার মতো প্রাকৃতিক প্রবৃওির মতো এই শরীরে বিষয়টাও একটা প্রাকৃতিক প্রবৃওি।
দুজন নারী - পুরুষের সহাবস্থানে তাদের মাঝে আকর্ষণ ঘটবে না ! এতো প্রাকৃতিক চক্রের ভাঙ্গন। তাই হয়তো যা হবার হয়েছে।
ধীরে ধীরে আমরা সহজ হয়ে এলাম। সম্বোধন আপনি থেকে তুমিতে নেমে এলো।একে অপরের কাছে আবদার করতে শুরু করলাম।
বিরক্তিতে ভ্রুক্ষেপ,রাগ অনুরাগের খেলা,সবই চলতে থাকলো আর ১০ টা দম্পতির মতোই। তবে কারো মনের গভীরে যে কেউ যেতে পারি নি। সেটা খুব বুঝতাম।
বুঝেও দুজনের মধ্যে তেমন আগ্ৰহ ছিল না। যেমন,,ছা পোষা জীবন চলছিল,, সেভাবেই চালাচ্ছিলাম। এতে বোধহয় দুজনেই স্বস্তি বোধ করতাম।
আমরা থাকতাম শ্বশুর - শাশুড়ির সাথে। বাড়িতে আমার অবিবাহিত দেবর ছিল কেবল।ভাসুর ইংল্যান্ডে থাকেন পরিবার সমেত। সেখানে তার দুই জমজ সন্তান।
বাড়িতে তাই বিশেষ ঝামেলা ছিলো না। মাঝে মাঝে হয়তো দু একজন মেহমান আসতো, এই তো।
বিয়ের কিছুদিন পর আমার চাকরি হয়ে গেল ইস্পাহানিতে। চাকরিতে যথেষ্ট ছাড় পাওয়ায় বাতাস লাগিয়ে লাগিয়ে চাকরি আর সংসার করতে থাকলাম।
এর মাঝে বরের সাথে যেটুকু সখ্যতা হলো।তাতেই আমি সন্তুষ্ট। তাছাড়া সে আমাকে যথেষ্ট স্পেস দেয়। চাকরির কারণে সাহায্য করে। শ্বশুর বাড়িতে ও সাপোর্ট পাই।
জীবনের তালে তালে চলতে চলতে বছর পূর্তির কিছু দিন আগে একটা বিশেষ দিনে আমি আমার বর ,,,,উফ,নাম বলতে ভুলে গেলাম না,,?
সায়মন ওর নাম।
আমি আর সায়মন সেদিন মনের দূরত্বটা ও ঘুচিয়ে ফেললাম। কি করে,,?
বলছি,, আমরা ওদের গ্ৰামের বাড়ি চাঁদপুর বেড়াতে গেলাম।ওর ফুফুকে ওদের বাড়ির পাশেই বিয়ে দিয়েছে।
ওর ফুফাতো বোনের বিয়েতে আমরা সবাই সেখানে গেলাম। যেদিন পৌঁছালাম,, সেদিন সারাদিন আনন্দ করলাম ।
কওো দিন পর আমার গ্ৰামের দিকে যাওয়া হলো ! যদিও ওদের ফুফুর বাড়ি পাকা দালান,, ঢাকা থেকে সেখানকার সুবিধা কোনো অংশে কম না।
তবুও আমার ভীষণ আনন্দ হলো। রাতের দিকে আড্ডা দিতে দিতে সবার চোখ যখন ঢুলুঢুলু,, আমি তখন আর পারছিলাম না।
সবাই জোর করা সত্বেও চা না খেয়ে চলে এলাম আমাদের জন্য বরাদ্দকৃত ঘরে। বেশ গরম ছিল। শরীর ঘেমে চ্যাট চ্যাটে লাগছিলো।
আমি দরজা আটকে আলো নিভিয়ে কাপড় খুলে ফেললাম। অন্ধকারে,,,,
চলবে,,,,
অচেনা এক কন্ঠের সুর
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
146
Views
2
Likes
1
Comments
5.0
Rating